রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলায় লকডাউন আইন অমান্য থেকে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সচেতনতার অভাব নিয়ে সমালোচনা সর্বস্তরে। সেই পথে না হেঁটে অভিনব উদ্যোগে গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করল মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের গ্রামবাসীরা।
একদিকে গ্রামে যাতে কোনভাবেই সংক্রমণ ছড়িয়ে না পড়ে, অপরদিকে বিদেশ ফেরত পরিযায়ী শ্রমিকরাও যাতে বাঁচতে পারে। তাই নিজেদের উদ্যোগেই এলাকার প্রাথমিক স্কুলে কোয়ারেন্টাইন করে রাখা হলো ১২ জন পরিযায়ী শ্রমিককে।
আরও পড়ুনঃ সংক্রমণের হাত থেকে এলাকাকে জীবাণুমুক্ত করতে এগিয়ে এল পুলিশ
সামসেরগঞ্জের আলমসাহি ও ভিবানীবাটি গ্রামের ঘটনা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কোয়ারেন্টাইনে রাখা হলো। আগামী ১৪ দিন তারা এই স্কুলেই থাকবে।
বাড়ি থেকে তাদের প্রয়োজনীয় খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগও গ্রহণ করে গ্রামবাসীরা। প্রশাসনের বন্দোবস্তের দিকে না তাকিয়ে নিজেদের উদ্যোগে এলাকাকে বাঁচাতে স্থানীয় মানুষের এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে সব মহলেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584