পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
দেশের সর্ববৃহৎ হটস্পট মুম্বই থেকে আসা পরিযায়ী শ্রমিকদের গ্রামে ঢুকতে বাধা দেওয়ায় ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য প্রশাসনকে বারবার যোগাযোগ করা হলেও দীর্ঘক্ষণ পর্যন্ত কারোরই দেখা নেই বলে ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ।
বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুম্বই থেকে ট্রাকে চেপে ১২ জনের পরিযায়ী শ্রমিকের একটি দল গুঞ্জরিয়া পৌঁছায়। স্থানীয় প্রশাসন, যাদের এই পরিযায়ী শ্রমিকদের হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল তাদের কোনও হদিশ নেই বলে অভিযোগ গ্রামবাসীদের।
আরও পড়ুনঃ সংক্রমিত এলাকা বাড়ল রায়গঞ্জে
গ্রামবাসীদের থেকে খবর পেয়েও ঘটনাস্থলে না পৌঁছে প্রশাসনের কর্তা ব্যক্তিরা একে অপরের ঘাড়ে দায় বর্তানোয় ক্ষুব্ধ গ্রামবাসীরা। অভুক্ত পরিযায়ী শ্রমিকদের গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের সামনে খাবারেরও ব্যবস্থা করেন গ্রামবাসীরা। সংবাদ মাধ্যম ঘটনাস্থলে পৌঁছে খবর সংগ্রহের পর একটি অ্যাম্বুলেন্স গুঞ্জরিয়ায় পৌঁছে ওই পরিযায়ী শ্রমিকদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584