বাড়ছে সংক্রমণ, গত বছরের লকডাউনের কথা মাথায় রেখে বাড়ির পথে পরিযায়ী শ্রমিকরা

0
90

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গেলো। করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশ। মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে ভয়াবহ। জারি হয়েছে নাইট কার্ফু ও সপ্তাহান্তে লকডাউন। এর জেরেই চিন্তায় পড়ে গেছেন পরিযায়ী শ্রমিকরা।

migrant workers | newsfront.co
ফাইল চিত্ৰ

গত বছরের লকডাউনে ভয়াবহ দুর্বিপাকের কথা মাথায় রেখে ইতিমধ্যেই তাঁরা বাড়ির রাস্তা ধরেছেন অনেকেই, কেউ বা ফিরে আসার চিন্তা করছেন। তাঁদের ভয়, আবার না ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যে দুর্ভোগ একবার পোহাতে হয়েছে, তা দ্বিতীয়বার সহ্য করতে চাইছেন না পরিযায়ী শ্রমিকরা।

আরও পড়ুনঃ “করোনা চলে গিয়েছে, মাস্ক পরার দরকার নেই” বিতর্কিত মন্তব্য অসমের স্বাস্থ্যমন্ত্রীর

গত দু’‌দিন ধরেই শহর ছাড়তে শুরু করেছেন পরিযায়ীরা। ট্রেন বন্ধ হওয়ার আগেই ঘরে ফিরে যেতে চান তাঁরা। কুরলার লোকমান্য তিলক টার্মিনাসে গত দু’‌দিনে পরিযায়ী শ্রমিকদের ভিড় বেড়েছে। বিহার ও উত্তরপ্রদেশের শ্রমিকরা বাড়ি ফেরার জন্য ট্রেন ধরছেন।রবিবার থেকেই ট্রেনের অগ্রিম বুকিংয়ের জন্য স্টেশনে স্টেশনে ভিড় বাড়ছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে নতুন করে বিধিনিষেধ ঘোষণার পর থেকেই বাড়ির পথ ধরতে শুরু করেছেন তাঁরা।

যেমন উত্তরপ্রদেশের গোন্ডা জেলার বাসিন্দা সোহনলাল বলেছেন, ‘‌গত ফেব্রুয়ারিতে কাজে যোগ দিয়েছিলাম। কিন্তু করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় কাজ হারিয়েছি। হাতে কাজও নেই। তাই বাড়ি ফিরে চাষের কাজ করতে হবে।’‌ একই অবস্থা বাকি পরিযায়ী শ্রমিকদের। মহারাষ্ট্র থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চান তাঁরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here