নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
সরকারি কোয়ারেন্টাইনে আগে থেকেই পরিযায়ী শ্রমিকদের ভিড় থাকায়, গ্রামের পরিত্যক্ত পোল্ট্রি ফার্মের খাঁচাই ১৩ জন পরিযায়ী শ্রমিকের বর্তমান আস্তানা হয়েছে। ট্রেন থেকে নেমে এলাকার প্রাথমিক স্কুলে তারা ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে চেয়েছিলেন।
কিন্তু সেখানে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত গ্রামের বাসিন্দাদের পরামর্শে পরিত্যক্ত মুরগির খামারে আশ্রয় নেন ১৩ জন। ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর এলাকার জাজইল পঞ্চায়েতের শালবোনাপাড়া গ্রামে। মহারাষ্ট্রের পুনে এলাকার একটি এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন হবিবপুর ব্লকের জাজইল পঞ্চায়েতের শালবোনাপাড়া গ্রামের উমা রায়, স্বাধীন দাস, সন্তোষ রায়।
আরও পড়ুনঃ সায়ন্তনকে নাম না করে উন্মাদের সঙ্গে তুলনা মানসের
রবিবার রাত ন’টায় পুণে থেকে আসা ‘শ্রমিক স্পেশাল’ ট্রেনে তারা মালদহে ফেরেন। ট্রেনে ওঠার পর থেকে শুকনো খাবার ছিল ভরসা। অনেক কষ্টে তারা মালদহ টাউন ষ্টেশন থেকে গ্রামে ফিরে আসেন। কোয়ারেন্টাইনে জায়গা না পেয়ে পরিত্যক্ত পোল্ট্রি ফার্মে তাদের থাকার পরামর্শ দেন গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584