মনিরুল হক, কোচবিহারঃ
তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের মধ্যেই রয়েছে তুফানগঞ্জ রেলস্টেশন। প্রায় কয়েক বছর হয়ে গেলেও নিজের এলাকায় কোনো রকমের মালবাহী ট্রেন না আসায় কাজ মিলছিল না তাদের। ভিন রাজ্যে কাজে গিয়ে লকডাউনের জেরে কাজ হারিয়েছেন বলেও জানান পরিযায়ী শ্রমিকরা।
বর্তমানে তুফানগঞ্জ রেলস্টেশনে বাইরে থেকে সিমেন্টের কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি গুলির মাল আসছে বলে পরিযায়ী শ্রমিকরা কর্মসংস্থানের রাস্তা খুঁজে পেয়েছেন। এই কাজ পেয়ে খুশি সকল পরিযায়ী শ্রমিকরা।
জানা গেছে, প্রায় ৩০০ জন পরিযায়ী শ্রমিক তুফানগঞ্জ রেলস্টেশনে মালগাড়ি থেকে বিভিন্ন কোম্পানির মাল বাইরে নিয়ে আসছে এবং মাল লোড আনলোড করতে পারছেন।
সপ্তাহে তিন থেকে চারদিন করে কাজ করতে পেরে আনন্দে রয়েছেন তারা। এই কাজ করে বর্তমানে পরিবারের মুখে ডাল ভাত তো তুলে দিতে পারছে শ্রমিকেরা। তাই এই কাজই বেছে নিয়েছেন তারা।
আরও পড়ুনঃ তিনবাত্তি মোড় থেকে চোরাই গাড়ি সহ গ্রেফতার ১
এদিন এক শ্রমিক জানান, “বাইরে যাওয়ার থেকে বাড়িতে থেকেই কাজ করতে পারছি আমরা সকল পরিযায়ী শ্রমিকরা। বর্তমানে খুশির আলো দেখছি এবং কাজ করে পরিবারের মুখে হাসি ফোটাতে পারছি। এই ভাবেই সারা বছর আমরা কাজ করতে চাই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584