মনিরুল হক, কোচবিহারঃ
করোনা আবহের মধ্যে পরিযায়ী শ্রমিকরা কাজ হারিয়ে ভিন রাজ্য থেকে নিজের রাজ্যে বা জেলায় ফিরে এসেছে। কিন্তু ফিরে এসেও নিজের এলাকায় ঠিক মত কোন কাজ কর্ম পাচ্ছেনা। আবার কেউ বা ফিরে যাচ্ছে ভিন্ন রাজ্য গুলিতে কাজ করতে।
এমতবস্থায় অসহায় হয়ে নিজের এলাকায় পরিযায়ী শ্রমিকদের কাজ সহ একাধিক দাবি সামনে রেখে চ্যাংরাবান্ধায় বিডিও অফিসে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করলো পরিযায়ী শ্রমিক সমিতি৷ মঙ্গলবার পরিযায়ী শ্রমিক সমিতির তরফে বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়ে মেখলিগঞ্জের বিডিও সাঙ্গে ইউডেন ভুটিয়ার কাছে দাবি পত্র তুলে দেন পরিযায়ী শ্রমিক সমিতির প্রতিনিধিরা৷
আরও পড়ুনঃ ফের নিম্নচাপের জেরে আশ্বিনের শুরুতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
এদিন ভিনরাজ্য ফেরৎ কর্মহীন পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা, কাজের ব্যবস্থা না করা পর্যন্ত মাসে ৭৫০০ টাকা করে ভাতা দেওয়া, একশো দিনের কাজে সংযুক্ত ইত্যদি দাবিতে ওই ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি করা হয় হয় বলে খবর৷
এদিন এবিষয়ে মেখলিগঞ্জ পরিযায়ী শ্রমিক সমিতির আহ্বায়ক রঞ্জিত কুমার রায় বলেন, “ভিন রাজ্য ফেরত পরিযায়ী শ্রমিকদের প্রতি কেন্দ্র এবং রাজ্য সরকার উদাসীন,পরিযায়ী শ্রমিকদের কাজের দাবি, একশো দিনের কাজে পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়া সহ একাধিক দাবিতে মেখলিগঞ্জ বিডিও দফতরে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় এবং বিডিও সাঙ্গে ইউডেন ভুটিয়ার কাছে ডেপুটেশন দেওয়া হয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584