নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কাজের দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে ফালাকাটার বিডিওকে স্মারকলিপি জমা দিল পরিযায়ী শ্রমিকরা। এদিন ফালাকাটা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকজন শ্রমিক তারা ১০০ দিনের কাজের দাবি ও তাদের বিদ্যুৎ বিল মকুবের দাবি, পর্যাপ্ত পরিমাণ রেশন ব্যবস্থা প্রভৃতি বিষয় নিয়ে ফালাকাটার বিডিওকে স্মারকলিপি দেয়।
এদিন ফালাকাটার বিডিও সুপ্রতিম মজুমদার বলেন, “পরিযায়ী শ্রমিকদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে যে প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা জব কার্ড হয়। সরকারি নিয়ম অনুযায়ী পরিবার পিছু একটি জব কার্ড হবে এবং দুই ভাই যদি তারা আলাদা আলাদা হয়ে যায় পৃথক ভাবে থাকে, তবেই পৃথকভাবে পরিবার পিছু একটি জব কার্ড থাকবে।
আরও পড়ুনঃ কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মন্ত্রীর
যদি কেউ কাজ না পেয়ে থাকে এবং যদি কারও সেই জব কার্ডের নাম নথিভুক্ত না হয় তাহলে তারা যেন গ্রাম পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করে। সেখানে গেলে সাত দিনের মধ্যেই তাদের এই ব্যবস্থা হয়ে যাবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতগুলোকে এরকমই নির্দেশিকা দেওয়া আছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584