রাজ্যে কুপনে মিলবে রেশন পরিযায়ীদের

0
155

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্যের ফিরে আসা এবং আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের জন্য এবার রেশন ব্যবস্থা চালু করল রাজ্য। সব মিলিয়ে প্রায় ৬০ লক্ষ মানুষকে এই রেশন দেওয়া হবে বলে জানিয়েছে খাদ্য দফতর। তবে এই রেশন হবে বিশেষ কুপনের মাধ্যমে। পরিযায়ী শ্রমিকদের জন্য থাকছে মাথাপিছু ৫ কেজি চাল ও ১ কেজি গোটা ছোলা। গম বা ডাল আপাতত তাঁদের দেওয়া হচ্ছে না।

Ration line | newsfront.co
প্রতীকী চিত্র

পরিযায়ী শ্রমিকদের জন্য ইতিমধ্যেই রাজ্য খাদ্য দফতর জেলাশাসকদের সঙ্গে কথা বলে এই কুপন তৈরি করেছে। সেই কুপন জেলাশাসকরা পরিযায়ী শ্রমিকদের দিয়েছেন। এই কুপন দেখালেই রেশন দোকান থেকে মিলবে রেশন। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, “অন্য রাজ্যের মতো আমরা ভিন রাজ্যের শ্রমিকদের জোর করে ফেরত পাঠাইনি। যারা রয়ে গেছেন, তারা বাংলাকে ভালবাসেন বলেই এই কঠিন সময়েও রয়ে গেছেন। তাই আমরা সবাইকে এই রেশন দিচ্ছি। এই কঠিন পরিস্থিতিতে সবাই খেয়ে পরে বাঁচুক। জুন ও জুলাই মাস জুড়ে এই রেশন দেওয়া হবে।” খাদ্য দফতরের হিসেব অনুযায়ী, চালু হওয়ার এদিন প্রথম দিনেই ২ লক্ষ গ্রাহক এই রেশন তুলেছেন।

আরও পড়ুনঃ মোদীর বৈঠকে না ডাকা নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, মে মাসের জন্য বরাদ্দ মুগ ডাল দেওয়া হবে জুলাই মাসে, জুন মাসের জন্য বরাদ্দ মুগ ডাল দেওয়া হবে। আপাতত কেন্দ্রের গরীব কল্যাণ যোজনায় দেড় কোটি লোক এই ডাল পাবেন। কেন্দ্র প্রথমে রাজ্যে ছোলার ডাল পাঠাতে চাইলেও রাজ্য জানায়, মুগ বা মসুর নিলেও কিন্তু কোনওমতেই ছোলার ডাল নেবে না। এরপরই ১৪ হাজার ৫৩০ মেট্রিক টন মসুর ডাল কেন্দ্র পাঠানোর পরেই রাজ্যে তা রেশনের মাধ্যমে সাধারণ মানুষকে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here