পুজোর মরশুমে ছন্দে ফেরার আাশায় ফালাকাটায় সভা করল মাইক ব্যবসায়ীরা

0
58

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

সোমবার উত্তরবঙ্গ মাইক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা হল ফালাকাটায়। ফালাকাটা টাউনক্লাবের সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ময়নাগুড়ি ব্লক সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অখিল সরকার।

people | newsfront.co
সভাকক্ষ। নিজস্ব চিত্র

উত্তরবঙ্গের ৮টি জেলার বিভিন্ন ব্লকের মাইক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গ মাইক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্মসম্পাদক বলরাম মজুমদার বলেন, “মূলত সংগঠনের বার্ষিক সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে এই সভার আয়োজন। সভায় আগামী ১৪ ই ডিসেম্বর ধুপগুড়িতে অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনের দিন ধার্য করা হয়েছে।”

আরও পড়ুনঃ হাথরাসের ঘটনার প্রতিবাদে জাকাত মাঝি পরগণার প্রতিবাদ মিছিল

তিনি বলেন, “লকডাউনের পর টানা প্রায় আট মাস যাবৎ ব্যবসা অচল থাকায় মাইক ব্যবসায়ীদের অবস্থা খুবই শোচনীয়। আগামীতে কিভাবে সেই অচলাবস্থা কাটিয়ে ব্যবসার স্বাভাবিক ছন্দ ফেরানো যায়, তা নিয়েও সভায় আলোচনা হয়েছে। এছাড়া করোনা আবহের মাঝে আসন্ন দুর্গা ও কালি পুজোয় মাইক সরবরাহের বিষয়ে সংগঠনের কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপস্থিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা নিজ নিজ এলাকার মাইক ব্যবসায়ীদের সেই সব সিদ্ধান্ত সম্পর্কে অবগত করবেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here