করোনা দূর করতে গাছে মাস্ক পরিয়ে পুজো, চলল সচেতনতাও

0
28

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

ডেঙ্গু,ম্যালেরিয়া প্রতিরোধে ও করোনা ভাইরাস সচেতনতায় গাছ,সাবান,মাস্ক বিতরণ করা হয় কয়েক হাজার জেলে সম্প্রদায়কে। সুন্দরবনের ক্যানিং রেড জোনে। দিনের পর দিন ক্যানিং মহকুমায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।

corona awareness | newsfront.co
নিজস্ব চিত্র

বাড়ছে মৃত্যুর সংখ্যাও। পাশাপাশি থাবা বসিয়েছে ডেঙ্গু ও ম্যালেরিয়া। বর্ষার সময় বিভিন্ন স্থানে জল জমে মশার উপদ্রব বাড়ে, মশা থেকে ছড়িয়ে পড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া।

তাই শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের রাজারলাট ও পুরাতন চাঁদনী গ্রামে পঞ্চায়েত সদস্য বিকাশ মজুমদারের উদ্যোগে এবং মিলন সংঘের পরিচালনায় স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মেনে কয়েক হাজার জেলে সম্প্রদায়ের হাতে তুলে দেওয়া হয় মাস্ক,সাবান,গাছ।পাশাপাশি তাদের সচেতন করে তোলা হয় ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনা ভাইরাস বিষয়ে।

আরও পড়ুনঃ করোনামুক্ত হয়ে মাথাভাঙার মহকুমা শাসক স্ব- মহিমায়

এদিন জেলে সম্প্রদায়ের মহিলারা শঙ্খ বাজিয়ে,উলুধ্বনি দিয়ে বিভিন্ন প্রজাতির গাছকে মাস্ক পরিয়ে পুজো করে যাতে তাড়াতাড়ি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয় এবং স্বাস্থ্য বিষয়ে মানুষজন সচেতন হয়। ওষুধের উৎস গাছ,গাছই এই সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে।

তাই জেলে সম্প্রদায়ের মহিলারা গাছকে মাস্ক পরিয়ে পুজো দিয়ে ডেঙ্গু, ম্যালেরিয়া,করোনা ভাইরাস বিষয়ে সচেতন করে তোলে এলাকার মানুষজনকে। এদিন এলাকার বিভিন্ন রাস্তাঘাট,ড্রেন,ঝোপঝাড়ে স্প্রে করা হয় জীবাণু ধ্বংস করার জন্য।ছড়ানো হয় ব্লিচিং পাউডার।এমনকি সংঘের সদস্যরা পথ চলতি মানুষের মুখে পড়িয়ে দেয় মাস্ক।

আরও পড়ুনঃ তৃণমূলের রুদ্ধদ্বার বৈঠক

গাছের গায়ে বাঁধা মাস্ক তুলে দেওয়া হয় সাধারণ মানুষ জনকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলতে। পঞ্চায়েত সদস্য বিকাশ মজুমদার বলেন “একটি গাছ একটি প্রাণ। ওষুধের উৎস গাছ।এই পৃথিবীর সৃষ্টি কর্তা গাছ।গাছ এই সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে।

তাই গাছকে মাস্ক পরিয়ে পুজো দিয়ে ডেঙ্গু,ম্যালেরিয়া,করোনা ভাইরাস বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে।কয়েক হাজার জেলে সম্প্রদায়ের মধ্যে মাস্ক বাঁধা গাছ,সাবান বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।

পাশাপাশি রাস্তাঘাট,ড্রেন ঝোপঝাড় পরিস্কার করে এবং স্প্রে করে জীবাণু মুক্ত করা হয়।বর্ষাকালে বিভিন্ন স্থানে জল জমে থাকে, সেখানে মশা বাসা বাঁধে।ফলে ডেঙ্গু ম্যালেরিয়া ছড়িয়ে পড়ে।সেই জন্য এই অভিনব উদ্যোগ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here