সেনার ডিউটি স্টিকার লাগানো গাড়ি থেকে উদ্ধার নিষিদ্ধ ফেনসিডিল

0
127

পিয়া গুপ্তা,দক্ষিন দিনাজপুরঃ

military duty sticker car
উদ্ধার হওয়া সামগ্রী।নিজস্ব চিত্র

৪১ নং হামজাপুর বিএসএফের ব্যাটালিয়নের উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার রাত্রি ১২টা১৫ নাগাদ শিববাড়ি হামজাপুর রোডের শ্মশান সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ফেনসিডিল বোঝাই একটি গাড়ি আটক করে।যার বাজার মূল্য আনুমানিক মূল্য ছত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা।শনিবার দুপুরে উদ্ধারকৃত গাড়ি সহ সমস্ত সামগ্রী গঙ্গারামপুর থানার পুলিশের হেফাজতে পাঠানো হয় বিএস এফ এর পক্ষ থেকে।

সূত্রের খবর, গঙ্গারামপুর থেকে ছত্রিশগড়ের একটি পণ্যবাহী গাড়ি হামজাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল শুক্রবার রাত্রে।সেই গাড়ির সামনে আর্মির ডিউটি স্টিকার লাগানো ছিল।সেই গাড়ির মধ্যভাগে গোপনে ফেনসিডিল পাচার হচ্ছিল বলে বিএসএফের কাছে খবর ছিল।গোপন খবরের ভিত্তিতে ৪১নং ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা তল্লাশি চালায় এবং গাড়ি থেকে ন’হাজার ফেনসিডিল সহ ৩৬ লক্ষ্য মূল্যের অধিক সামগ্রী উদ্ধার করে।এরপর শনিবার দুপুরে সমস্ত সামগ্রী গঙ্গারামপুর থানার পুলিশের হেফাজতে হস্তান্তর করে।বিএস এফ এর বিশেষ অভিযান চালাবার সময় গাড়ির ড্রাইভার খালাসী গাড়ি রেখে চম্পট দেয়।তাদের খোঁজে চালাচ্ছে পুলিশ ও বি এস এফ যৌথ ভাবে।

military duty sticker car
উদ্ধার হওয়া গাড়ি।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ হাতে ভাজা মুড়ি বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগ প্রত্যাশী কারিগরদের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here