মন্দিরের ভিত পুজোয় বিপুল পরিমান দুধ-দই-ঘি ঢালা হল মাটিতে

0
71

বিশ্বজিৎ দাস, ওয়েব ডেস্কঃ

আমরা ভারতবর্ষের মতো একটি দেশে বাস করি। সেখানে অনেক মানুষ দুবেলা ঠিকঠাক ভাবে খেতে পারে না।বিশেষ করে এই সময়টাতে যখন করোনা পরিস্থিতির মধ্যে আমাদের দিন কাটাতে হচ্ছে। এছাড়া মহামারীর মাঝে দিনদিন জিনিসপত্রের দাম যেন আকাশছোঁয়া হয়ে যাচ্ছে ৷ সবজি, ডালের পর বেড়েছে দুধের দাম। দুধের দাম প্রায় ৭ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।

Mandir Pujan | newsfront.co
ঢালা হচ্ছে দুধ

সম্প্রতি মন্দিরের ভিত প্রতিষ্ঠা উপলক্ষে মাটিতে ঢেলে দেওয়া হল ১১,০০০ লিটার দুধ, দই, সঙ্গে ঘি।এটাই নাকি নিয়মের মধ্যে পড়ে।একের পর এক মানুষ বিরাটাকারের পাত্র করে ঢালছেন দুধ।স্রোতের মতো ভেসে যাচ্ছে দুধ। সঙ্গে আওড়াচ্ছেন মন্ত্র। স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়ে দেখছেন।

রাজস্থানের জ্বালাওয়ার জেলায় ঘটনাটি ঘটেছে। সেখানে দেব নারায়ণের মন্দির তৈরি হচ্ছে। মন্দিরের এক কর্তৃপক্ষ রামলাল গুজার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা দেব নারায়ণের প্রতি শ্রদ্ধা জানাতে ভিত পুজোর অনুষ্ঠানে গুজর সম্প্রদায়ের সদস্য এবং এমনকি অন্যদের কাছ থেকে প্রায় ১১,০০০ লিটার দুধ, দেশি ঘি এবং দই সংগ্রহ করেছি”।

আরও পড়ুনঃ কুখ্যাত ছোটা রাজন এবং মুন্না বজরঙ্গির নামে ডাকটিকিট! তদন্তে ডাকবিভাগ

তিনি আরও জানিয়েছেন,”দই ছিল প্রায় ১,৫০০ লিটার। ঘি ছিল প্রায় ১ কুইন্টাল। যার খরচ হয়েছে প্রায় ১.৫০ লাখ টাকা।”এই অনুষ্ঠান দুধ, ঘি, দই বাধ্যতামূলক কিনা জানতে চাইলে তিনি উত্তরে বলেন, “এটি ঐতীহ্য।অতীতেও কয়েকবার করা হয়েছে।সেই ঐতিহ্যকেই রক্ষা করা হয়েছে।”

তিনি আবারও বলেন, “গুজর সম্প্রদায়ের মতে এই দুধ ঘি দই ঢালা একেবারেই নষ্ট করা নয় কারণ আমরা দেবনারায়ণ দেবতাকে তুষ্ট করলাম। তিনি আমাদের গবাদি পশুদের রক্ষা করবে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here