তৃণমূলের বৃদ্ধি ঘটিয়ে মুরারইয়ে অস্তিত্ব হারাল ‘মিম’

0
100

পিয়ালী দাস, বীরভূমঃ

মুরারইয়ে মিম সংগঠন তৃণমূল কংগ্রেসে যোগদানের পর মুরারই বিধানসভা এলাকায় এক অর্থে মিম দলের অস্তিত্ব বলে কিছু থাকলো না। মুরারইয়ের ভাদিশ্বরে রাস্তার ধারে শুধুমাত্র যোগদানের সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস।

joined tmc | newsfront.co
নিজস্ব চিত্র

মিমের স্থানীয় নেতা সোয়েব আক্তার আলী যিনি নিজেকে মিমের জেলা সম্পাদক বলে এতদিন দাবি করতেন, তিনি এদিন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূলে যোগ দান করেন। তাকে যোগ দান করাতেই মূলত অনুব্রতর যোগদান মঞ্চ। এদিনের সভায় অনুব্রত কোন বক্তব্য রাখেননি। যোগদানের পর সোয়েব আক্তার দাবি করেন, তার মাধ্যমে দশ হাজারের বেশি মিম সদস‍্য তৃণমূলে যোগদান করলো। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, সোয়েবের মাধ্যমে ছয় হাজার মিম তৃণমূলে যোগ দান করলো।

আরও পড়ুনঃ বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে ফারাক্কাতে জাতীয় সড়ক অবরোধ

সংখ্যাটা কাগজ কলমে যাই হোক, জানা গেছে, এদিনের সভায় পাঁচশো মিম সদস্য ছাড়াও তৃণমূল সদস্য উপস্থিত ছিল। জানা গেছে বাকিরা নলহাটি সহ অন‍্যান‍্য সভায় যোগ দেবে।মুর্শিদাবাদ লাগোয়া মুরারইয়ে মিম সংগঠন বেড়ে উঠছিল। তাদের মিম পার্টি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে কাজ চালাচ্ছিল। গোপন বৈঠকও চলছিল। যাদের মধ্যে অধিকাংশ ছিল স্বঘোষিত পদাধিকারী। বর্তমানে সেই গ্রুপ আছে।

যার পরিবর্তিত নাম ‘মিম ইজ এ বেস্ট পার্টি’। আজও যার সদস্য সংখ্যা একশত পঞ্চাশ জন। সূত্র মারফত জানা গেছে, আব্বাস সিদ্দিকীর উপর মিমের ওয়াসি উদ্দিনের পূর্ণ ক্ষমতা অর্পণ এবং বাম কংগ্রেস জোটের সাথে আব্বাস সিদ্দিকীর মধু চন্দ্রিমা শুরু হতেই রাজ‍্যে কার্যত মিম সদস্যরা দোটানায় পড়ে যান। তাই তাদের বৃহৎ অংশ অস্তিত্ব সংকটের কারণে শাসকদলে যোগদান করতে আগ্রহী হয়।

আরও পড়ুনঃ কৃষকদের বাড়িতে খেয়ে বিজেপি নেতারা কৃষক দরদী সাজার চেষ্টা করছেন! অভিযোগ তৃণমূলের

বেশ কিছু দিন আগে সোয়েব আক্তার আলী বলতেন, বাড়িতে তিন ভাই থাকলে, সম্পত্তি ভাগের অংশ কমে যাওয়ার ভয়ে এক ভাইকে কি মেরে ফেলতে হবে? লোক সভায় রাজ‍্যে মীম ছিল না, তখন বিজেপি আঠারো আসন কি করে পেল?এদিন অবশ্যই সোয়েব বলেন, আমরা সবাই মায়ের ছেলে, মাটির ছেলে, মানুষ। তাই তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম মোদির ধ‍্যান ধারণাকে মাটি থেকে উপড়ে ফেলতে।

অনুব্রত মণ্ডল নবাগত সোয়েবকে স্বাগত জানিয়ে মঞ্চ থেকে ঘোষণা করেন, তাকে জেলা যুব মোর্চার কোন উপযুক্ত পদ দিয়ে সম্মান দেওয়া হবে। পাশাপাশি, বিগত বিধানসভার বাহাত্তর হাজার জয়ের মার্জিন ছাড়িয়ে একুশে সেটা একলক্ষ হওয়ার কথা ঘোষণা করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here