নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বড়ঞাতে একটি সভায় এসে ফিরহাদ হাকিম জানালেন বাংলায় কোন পোলারাইজেশন পলিটিক্স চলে না। এটি রবীন্দ্রনাথ, কাজী নজরুল এবং বিবেকানন্দের বাংলা। মমতা ব্যানার্জী এমন একজন কান্ডারী যিনি কখনও হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ করেন না।
বিজেপির বি -টিম হয়ে কাজ করছে মিম দল। কেজরিওয়ালের একটি ভিডিওতে অমিত শাহ এবং মিম প্রধানের মধ্যে একটি মিটিং হয়েছে দেখা গেছে। এটা হলফ করে না বলতে পারলেও উভয়ের মধ্যে একটি যোগসাজোস আছে এটা নিয়ে কোন সন্দেহ নেই, বলে জানান ফিরহাদ হাকিম।
আরও পড়ুনঃ খড়্গপুরে ‘আপনার মতামত, বিজেপির ঘোষণাপত্র’ শীর্ষক কর্মসূচির সূচনা দিলীপ ঘোষের
আদিবাসীদের গ্রামে গিয়ে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী খুন্তি নাড়িয়ে ছিলেন, সেই বিষয়টিকে ঘিরে বিশাল তরজা হয় সোশ্যাল মিডিয়ায়। ফিরহাদ হাকিম এ বিষয়ে বলেন, “বিজেপি মহিলাদের সম্মান করতে জানে না।
তাদের অসম্মান করে। সেই সাথে খুব সহজেই মানুষের মধ্যে ভেদাভেদ করে। শুভেন্দুর নিজস্ব কোনো অস্তিত্ব নেই। নেতা যাবে আসবে, কর্মীরা এবং মমতা থাকবে৷”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584