সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও এডিট করে যে প্রচার চলছে তাতে তার খারাপই লাগছে বলে জানালেন মিমি চক্রবর্তী।যদিও এইকারণে তিনি নিজেকে বদলাতেও রাজী নন, যারা এটা করছেন তাদের রুচি নিয়ে প্রশ্ন তোলেন মিমি।এইভাবে একজন মহিলাকে সোশ্যাল মিডিযায় তুলে ধরায় তিনি প্রতিবাদ জানান।
এদিন প্রচারের আগে নিজের অনুভুতি প্রকাশ করলেন মিমি চক্রবর্তী।পাশাপাশি সন্ত্রাস নিয়ে তার বক্তব্য, “প্রার্থী হিসেবে আমাকে ভয় পেয়েই যাদবপুর কেন্দ্রের বিভিন্ন জায়গায় সন্ত্রাস তৈরির চেষ্টা চালাচ্ছে বিজেপি।” এদিন এমন অভিযোগ করলেন তৃণমূলের এই প্রার্থী।
মুখ খুললেন তাকে নিয়ে সোশ্যাল মিডিযায় হওয়া নানান অপপ্রচারের বিরুদ্ধে।সাংসদ হিসেবে জিতলে এলাকার উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করে ফেলেছেন বলে জানান তিনি।আজ সকালে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বংশী বটতলা থেকে প্রচার শুরু করলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী৷ আজ শেখরবাড়ি ২ ও ১ নম্বর পঞ্চায়েত এলাকায় প্রচার করবেন মিমি।
আরও পড়ুনঃ তৃণমূলের হয়ে প্রচারে অভিনেত্রী ইন্দ্রানী হালদার
মিছিলের একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা বিধাসভার স্পীকার বিমান বন্দোপাধ্যায়।বাদ্যযন্ত্র সহযোগে চলছে জমজমাট প্রচার চলে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584