রক্তদান আয়োজন করল মিনার্ভা

0
53

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

minerva academy | newsfront.co
নিজস্ব চিত্র

করোনাতে দরকার হয়ে পড়েছে রক্তের আর এই রক্তের আকাল মেটাতে এগিয়ে এলোনা রঞ্জিত বাজাজের মিনার্ভা অ্যাকাডেমির কর্মীরা। চন্ডীগড়ের সেক্টর ৩৭ রোটারি ও ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান আয়োজন করলেন তারা।

২৯ আগস্ট, মিনার্ভা অ্যাকাডেমির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, কর্ণধার রঞ্জিত বাজাজের নেতৃত্বে ৩৩ জন মিনার্ভা অ্যাকাডেমির কর্মী রক্তদান করেন। করোনা সময়ে এই নিয়ে তারা দ্বিতীয় বার রক্তদান আয়োজন করলেন।

আরও পড়ুনঃ মেসিকে নিতে গেলে ৭০০ মিলিয়ন ইউরোই দিতে হবে

মিনার্ভা কর্ণধার রঞ্জিত বাজাজ জানান,

“রক্তদানের মহৎ প্রচেষ্টার মাধ্যমে সমাজের প্রতি আমাদের কর্তব্য পালন করতে পেরে আমরা গর্বিত। সড়ক দুর্ঘটনা, বড় সার্জারি, জটিল গর্ভাবস্থা, অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া আক্রান্তদের রক্তের প্রয়োজন হয়। তাই সমাজের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here