মেয়েদের নূন্যতম বিয়ের বয়সে পরিবর্তন! ১৮ বছরের বদলে করা হচ্ছে ২১ বছর

0
85

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

দেশে প্রচলিত আইন ছিল মেয়েরা ১৮ বছর হলে সাবালক হতো এবং সেটি তাদের বিয়ের নূন্যতম বয়স নির্ধারণ করা হয়েছিল। অপরপক্ষে ছেলেদের ছিল একুশ বছর। তবে ছেলে ও মেয়েদের মাঝে নূন্যতম বিয়ের বয়সের ফারাক বিস্তর আলোচনা হতো চারিদিকে। মেয়েদের বিয়ের নূন্যতম বয়স কত হওয়া উচিত বা কত করলে ভালো হয় ?

Child marriage | newsfront.co
প্রতীকী চিত্র

এই নিয়ে দীর্ঘ আলোচনার পর অবশেষে ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত অক্টোবর মাসে বলেছিলেন, খুব শীঘ্রই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অবশেষে বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভায় প্রস্তাব পাশ হয় মেয়েদের নূন্যতম বিয়ের বয়স ১৮ নয়, এখন থেকে নূন্যতম বয়স হওয়া উচিত ২১।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “মেয়েদের বিয়ের বয়স ঠিক কত হওয়া উচিত, তা নিয়ে শলা পরামর্শ চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সচেতন মহিলারা আমাকে এই ব্যাপারে নানাভাবে চিঠি লিখেছেন। অনেকে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছেন, অনেকে আবার প্রশ্ন করেছেন এখনও পর্যন্ত কমিটির রিপোর্ট আসেনি কেন? আমি তাদের সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, রিপোর্ট আসার সাথে সাথে খুব তাড়াতাড়ি সরকার পদক্ষেপ গ্রহণ করবে।”

আরও পড়ুনঃ বিশ্বজয়! ইউনেসকোর তরফ থেকে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেল কলকাতার দূর্গাপূজা

বিশেষভাবে উল্লেখ্য, গতবছর জুন মাসে এই ব্যাপারে আলোচনা করার জন্যে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন। যার নেতৃত্বভারে ছিলেন সমতা পার্টির প্রাক্তন সভাপতি জয়া জেটলি। চলতি মাসেই এই কমিটি রিপোর্ট পেশ করেন এবং রিপোর্টে মেয়েদের বিয়ের বয়স নূন্যতম ২১ বছর করার সওয়াল করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here