শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
অনেক দিন ধরেই তারা সরকারকে বোঝানোর চেষ্টা করেছিলেন। পরিবহণ দফতরের তৈরি করে দেওয়া রেগুলেটরি কমিটির সামনে লোকসানের হিসেব দেখিয়ে বোঝানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু লোকাল ট্রেন চালু হয়ে গেলে এই সমস্যা মিটে যাবে বলে অন্য উপায়ে তাঁদের উপার্জন বৃদ্ধি করতে বলেন ওই কমিটির সদস্যরা। এদিকে বুধবার রাতে রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত বর্ধিত লকডাউন এবং লোকাল ট্রেন, মেট্রো চলবে না বলেও ঘোষণা করে দেন।
এই পরিস্থিতে সরকার যে পাশে দাঁড়াবে না তা ভালভাবেই বুঝে গিয়েছেন বেসরকারি বাস মালিকরা। তাই এবার একতরফা ভাবেই বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন ১২টি রুটের বাস মালিকরা৷ তাঁদের দাবি, বাসে উঠলেই দিতে হবে ১০ টাকা৷ ১০-এর পর ১৫ টাকা, ২০ টাকা এবং ২৫ টাকা পর্যন্ত ভাড়া দিতে হবে যাত্রীদের।
আরও পড়ুনঃ ফুলবাগান কাণ্ডে অমিতের মোবাইল আনলক, স্ত্রীকে খুনের পরিকল্পনা, ঘনীভূত অস্ত্র রহস্য
বাস মালিকদের বক্তব্য, গত ১৮ দিন ধরে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূলবৃদ্ধির ফলে পুরনো ভাড়ায় বাস চালানো কঠিন হয়ে যাচ্ছে৷ যাত্রীও আগের তুলনায় কম হওয়ায় লোকসানের বহরই বেশি। তাই ১২টি রুটের বাস মালিকরা একতরফা ভাবে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিলেন৷ তাঁরা জানাচ্ছেন, বাসে উঠলেই দিতে হবে ১০ টাকা৷ এরপর প্রতি স্টেজে ভাড়া দিতে হবে ৫ টাকা করে৷
যে ১২ টি বাসরুটে ভাড়া বৃদ্ধি পেল সেগুলি হল— ২২৩, ২২১, ২১৯, ২১৯/১, কেবি ২১, ৯৩, ৩০ডি , ডিএন ৮, ৩০বি, ৩০বি/১, ৪৫এ, ৪৫বি (223, 221, 219, 219/1, KB-21, 93, 30D, DN-8, 30-B, 30-B/1, 45A, 45B) বাস শিল্পকে বাঁচাতে গেলে করোনা পরিস্থিতির সময়ে এটুকু সহযোগিতা করতেই হবে সাধারণ মানুষকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584