নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পাঁচদিন ব্যাপী শুরু হয়েছে বিনোদন বর্জিত ২৪তম পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট উৎসব। এদিন উৎসব মঞ্চে আশাকর্মী, নার্স ও চিকিৎসক মিলিয়ে সমস্ত কোলাঘাট ব্লকের প্রায় ৩২০ জন স্বাস্থ্যকর্মীদের কোভিড সম্মান জানানো হল। এদিন স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিপ্লব রায়চৌধুরী।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের ডিআরএমকে স্মারকলিপি
করোনা কালে বিশেষ অবদানের জন্য এদিন স্বাস্থ্যকর্মীদের চন্দনের ফোটা, গোলাপ, ব্যাচ, তাঁতের শাড়ি, মিস্টির হাঁড়ি ও স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়। এছাড়াও এই বছরের ব্যতিক্রমী কোলাঘাট উৎসবের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে করোনা ও ডেঙ্গু বিষয়ক -অঙ্কন, আবৃত্তি, সংগীত, বক্তব্য, নৃত্য, প্রবন্ধ লেখা, হস্তাক্ষর ও মা-মেয়েদের নানাবিধ প্রতিযোগিতা।
আরও পড়ুনঃ একাধিক দাবি নিয়ে মুর্শিদাবাদের জেলাশাসককে ডেপুটেশন জেলা কংগ্রেস সংখ্যালঘু সেলের
বাতিল করা হয়েছে বিগত বছর গুলির মত রূপনারায়ন নদীতে, ময়দানে, রাজপথে যাবতীয় আয়োজন থেকে মেলা ও সমস্তরকম বিনোদন মূলক অনুষ্ঠান। অডিটোরিয়ামের মত পরিবেশে কেবল অংশগ্রহনকারীরাই প্রবেশপত্র নিয়ে প্রবেশ করার অগ্রাধিকার পাচ্ছেন স্বাস্থ্যবিধি মেনে। এবার কোলাঘাট উৎসবে সর্বসাধারণের জন্য গড়ে তোলা হয়েছে, করোনা যুদ্ধে প্রয়াতদের স্মরণে “কোভিড ১৯ মেমোরিয়াল পার্ক”। যেখানে অস্থায়ী স্মারক স্তম্ভ সহ করোনা, ডেঙ্গু , পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক প্রর্দশনী অঙ্গন।
সংস্থার পক্ষে দীনেশ জৈন জানিয়েছেন “এই ব্যতিক্রমী বৎসরের কোলাঘাট উৎসবে সারা কোলাঘাট ব্লকের প্রায় তিন শতাধিক আশাকর্মী, চারশতাধিক গ্রামীণ চিকিৎসক, শতাধিক স্বাস্থ্যকর্মী ও আটচল্লিশ জন গণবন্টনে নিয়োজিত রেশন ডিলারদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584