নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
দুদিনের সফরে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ পরিদর্শন শেষ করলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।বৃহস্পতিবার নানান প্রকল্প ও ফারাক্কা ব্যারেজের আধুনিকীকরণের কাজের সূচনা করার পর আজ ব্যারেজ কর্তৃপক্ষ, রাজ্য সরকারের প্রতিনিধিদল ও সিআইএসএফ -র কর্তাদের সাথে বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান,ফারাক্কা ব্যারেজ কোটি কোটি মানুষের জন হিতার্থে নির্মিত ভারত সরকারের প্রকৌশলী নিদর্শন। ফারাক্কা ব্যারেজ প্রকল্পের অব্যবহৃত জমি জবর দখল মুক্ত করতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্যে রাজ্যের তরফের প্রতিনিধিদলকে অবগত করেন।
আরও পড়ুনঃ উত্তর ২৪ পরগনাতেও ধস তৃণমূলে, বিজেপিতে যোগ দিচ্ছেন জেলা পরিষদ সদস্য
পাশাপাশি ব্যারেজ প্রকল্পের অধীন আবাসন, অফিস, ক্লাব, স্কুল সহ সকল প্রতিষ্ঠানের নিরাপত্তা বাড়ানোর জন্যে সিআইএস এফ-র কর্তাদের নির্দেশ দেন শ্রী শেখাওয়াত। একই সাথে রাজ্য সরকারের সদর্থক ভূমিকা না থাকলেও গঙ্গা ভাঙন নিয়ে শীঘ্রই কেন্দ্র স্থায়ী সমাধান করবে।
এদিকে প্রয়োজন না থাকলেও ফারাক্কা ব্যারেজ প্রকল্পের ব্রীজ মেরামত ও আবশ্যিক আধুনিকীকরণ এতদঞ্চলের জনজীবনের পক্ষে কল্যাণকর ভূমিকা পালন করবে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584