হাতির হামলায় মৃতের পরিবারের সাথে সাক্ষাৎ পর্যটন মন্ত্রীর

0
67

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

হাতির হামলায় মৃত নিরঞ্জন রায়ের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। এদিন ১নম্বর ডাবগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবনগর গ্রামে নিরঞ্জন রায়ের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের সাথে দেখা করেন এবং বেশ কিছুক্ষণ কথা বলেন পর্যটনমন্ত্রী।

Gautam Deb | newsfront.co
সাক্ষাৎ ৷ নিজস্ব চিত্র

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী গৌতম দেব বলেন যে, “গত ১৪ জানুয়ারি নিরঞ্জন রায়ের বাড়িতে হাতি ঢুকে যায় এবং দুর্ভাগ্যজনক ভাবে মৃত্যু হয় তার । পাশাপাশি তার বাড়িরও ক্ষতি হয়। রাজ্য সরকারের তরফে পরিবারকে ৩ লক্ষ ৫৬ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।”

Minister Gautam Deb | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কালীঘাটে পোড়া টাকা উদ্ধারে, নাম না করে অভিষেককে আক্রমণ দিলীপের

এর পাশাপাশি তিনি আরও বলেন যে, বনদফতর ও আমি বিধায়ক হিসাবে , গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও বলে যাচ্ছি একটি শৌচাগার তৈরি করে দিতে। আর একটা ঘর তৈরি করে দেওয়া হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here