সুদীপ পাল,বর্ধমানঃ
জিটি রোডের পারাজ মোড়ে দুর্গাপুর কলকাতা রুটের এসবিএসটিসি’র বাসগুলি থামবে এমনটাই কথা ছিল। লাগানো হয়েছিল ডিসপ্লে বোর্ড। তাতে লেখা পারাজ মোড়ে এসবিএসটিসি’র বাসগুলি থামবে কিন্তু বাসিন্দাদের অভিযোগ, নির্দেশিকাই সার একটিও কলকাতাগামী বা দুর্গাপুরগামী সরকারী বাস দাঁড়ায় না। দুর্গাপুর সিটি সেন্টার থেকে সারাদিনে পঞ্চাশটির বেশি এসবিএসটিসি’র বাস কলকাতা দুর্গাপুর যাতায়াত করে। পারাজের উপর দিয়েই যায় বাসগুলি। বিগত পরিবহন মন্ত্রী মদন মিত্র স্বয়ং নির্দেশ দিয়েছিলেন পারাজ মোড়ে বাস দাঁড়াবে। তাঁর সেই নির্দেশিকার পর দীর্ঘকাল কেটে গেলেও সমস্যার সুরাহা হয়নি। স্থানীয়দের বক্তব্য,এসবিএসটিসি থেকে বলা হয়েছিল, দুর্গাপুরের সিটি সেন্টার থেকে কলকাতা পর্যন্ত বাসের যা ভাড়া, সেই সম্পূর্ণ টাকা দিয়েই পারাজের যাত্রীদের ওই দূরপাল্লার বাস পরিষেবা পেতে হবে।
যদিও পারাজ দুর্গাপুর সিটিসেন্টার থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে। তারপরেও এখানকার বাসিন্দারা রাজি ছিলেন। কিন্তু নিয়মিত বাস থামেনি পারাজে। শুধু পারাজবাসীই নয়, আশপাশের গলসি ১ ও ২ ব্লকের পূরষা, শিরোরাই, লোয়া, রামগোপালপুর, কৃষ্ণরামপুর, উচ্চগ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামের মানুষও আসেন। বাস না দাঁড়ানোয় সমস্যায় পড়েছেন তাঁরাও। দুর্গাপুর পরিবহণ দপ্তরের এক আধিকারিক জানান, লিমিটেড স্টপেজ বাস দাঁড়ায়। তবে ফিরতি পথে যদি কোন প্যাসাঞ্জার থাকে তাহলে তাকে নামিয়ে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584