মনিরুল হক, কোচবিহারঃ
করোনা আবহের মধ্যেও স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি মেনে নিজের বিধানসভা এলাকায় দুটি ঢালাই রাস্তার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বুধবার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দেওচড়াই গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি রাস্তার ফিতা কেটে রাস্তার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
এদিন সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মজিবর রহমান, গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপমা রায় বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সদস্য কবির হোসেন। এদিন ওই রাস্তা উদ্বোধন করে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “রাজ্য সরকার যে উন্নয়নমূলক কাজ করে চলেছে সেই উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে হবে।
এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করতে হবে। একমাত্র মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগেই এই রাজ্যে উন্নয়ন সম্ভব। অথচ বিরোধীরা এই সরকারকে বিপাকে ফেলার জন্য নানা অপপ্রচার শুরু করেছে। এর বিরুদ্ধে সাধারণ মানুষকেই সোচ্চার হতে হবে।”
আরও পড়ুনঃ মেছেদায় দুই হাজার সংখ্যালঘু মানুষ সহ খাদ্য কর্মাধ্যক্ষের বিজেপিতে যোগ
এদিন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ রাজ্যের উন্নয়নের নানা তথ্য তুলে ধরেন। পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে এই দুটি রাস্তা নির্মাণে প্রায় ৫ লক্ষ টাকা বরাদ্দ হয় বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584