নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আগামী বছর কোন সময়ে হবে সিবিএসই বোর্ডের পরীক্ষা হবে? তা বছরের শেষ সন্ধ্যে ছটায় জানানো হবে, এমনটাই কয়েকদিন আগে টুইট করে জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সেই কথা মতো আজ, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় টুইট করে পরীক্ষার সূচি ঘোষণা করলেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে মে মাসের ৪ তারিখ থেকে। চলবে ১৪ জুন পর্যন্ত। পরীক্ষার ফলাফল ঘোষণা হবে ১৫ জুলাই। এর পাশাপাশি এটাও জানালেন, অফলাইনেই হবে সমস্ত পরীক্ষা। অর্থাৎ পড়ুয়াদের নির্দিষ্ট কেন্দ্রে গিয়েই পরীক্ষা দিতে হবে।
আরও পড়ুনঃ জল ব্যবসায়ীর কাছে পরাস্ত মুকেশ আম্বানি! এশিয়ার শীর্ষ ধনী ঝাং
Announcing the date of commencement for #CBSE board exams 2021. @SanjayDhotreMP @EduMinOfIndia @cbse @mygovindia @MIB_India @PIB_India @DDNewslive https://t.co/PHiz3EwFvz
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) December 31, 2020
চলতি বছর করোনা ভাইরাসের প্রভাবে দীর্ঘ ৯ মাস ধরে বন্ধ স্কুল। ফলে সিবিএসই, আইসিএসই-সহ কেন্দ্রীয় বোর্ডের পড়ুয়াদের মূল্যায়ণ হয়েছিল ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে। সেইমতো মার্কশিটও দেওয়া হয়। এই অবস্থায় আগামী বছর কীভাবে বোর্ড পরীক্ষা নেওয়া হবে, তা নিয়ে আলোচনা করতে সম্প্রতি শিক্ষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেও বসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। জল্পনা বাড়ে যে- নতুন বছরের গোড়াতেই হয়ে যেতে পারে সিবিএসই, আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা।
আরও পড়ুনঃ করোনা আত্মপ্রকাশের বর্ষপূর্তিতে টিকার ন্যায্য বণ্টনের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
যদিও এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, আগামী বছর জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে সিবিএসই পরীক্ষা হবে না। করোনা পরিস্থিতি বিবেচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। পরিকাঠামোগত দুর্বলতার কথা জানিয়ে অনলাইন পরীক্ষা নেওয়ার কথাও খারিজ করে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেই মতো এদিন তিনি জানিয়ে দিলেন, মে মাসে হবে পরীক্ষা।
এদিন ভিডিও বার্তার শুরুতে দেশের শিক্ষক, অভিভাবক, পড়ুয়াদের উদ্দেশে বার্তা দেন রমেশ পোখরিয়াল নিশঙ্ক। কেন্দ্রের নতুন শিক্ষানীতির প্রশংসা করেন। করোনা আবহেও শিক্ষকরা যেভাবে ছাত্রছাত্রীদের পড়িয়েছেন, সেই প্রসঙ্গটিও তুলে ধরেন। এরপরই জানান, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে কোনও পরীক্ষা রাখা হয়নি। সূচি ঘোষণার পর পড়ুয়াদের শুভেচ্ছাও জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584