নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
নির্বাচনের ঘণ্টা বেজে উঠলেও প্রার্থী ঘোষণা এখনও পর্যন্ত হয়নি, তারও পূর্বে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের গণপতিনগরে শীতলা মন্দিরে পুজো দিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র।

এইদিন তিনি নিজের হাতে অন্নভোগ বিতরণ করলেন স্থানীয় এলাকার মানুষদের ৷ পাশাপাশি এই পুজোতে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য বলে প্রকাশ করলেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র ৷
আরও পড়ুনঃ দাঁতনের অনালোচিত ইতিহাস নিয়ে বই প্রকাশ অনুষ্ঠান
পাশাপাশি এই পুজো ঘিরে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে ভূপতিনগর শীতলা মাতার মন্দিরে ৷এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, “নির্বাচনের দিন ঘোষণা হলেও এখনও প্রার্থী ঘোষণা হয়নি তাই সাধারণ মানুষের মতো আমিও পুজো দিতে এসেছি পাশাপাশি আমি খুব ধন্য।”
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584