নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ঘাটাল মহকুমা বাসিন্দাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে, যার শুক্রবার শুভ সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী সুব্রত মুখার্জি।
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা এলাকায় ঝুমি নদীর উপর সেতু তৈরির আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি সেতু তৈরির সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেতু তৈরির কাজ। সেতুর জন্য ১৫ কোটি ৭৩ লক্ষ ৯৯ হাজার টাকা বরাদ্দ হয়েছে। ঘাটাল ব্লকের এক প্রান্তে রয়েছে হুগলি জেলা লাগোয়া ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম।
ওই গ্রামের মানুষকে সারাবছর ঘাটাল শহরে আসতে তাদের প্রচুর দুর্ভোগ পোহাতে হয়।সেতু না থাকায় নদীতে যখন কম জল থাকে তখন একটি বাঁশের সাঁকো বানানো হয়। বন্যার সময় নৌকায় পার হতে হয়। নদীর এক পাড়ে মনসুকা হাইস্কুল রয়েছে। ওই স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকার বাড়ি রয়েছে স্কুলের বিপরীত পাড়ে। তাদের যাতায়াতের অসুবিধা হয়। বন্যার সময় ছাত্র-ছাত্রীদের নৌকায় যাতায়াত করতে হয়।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া থেকে ফিরে শিকড়ের টানে ঘরের মাঠে কোলাঘাটের দয়ানন্দ
যার ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয়। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সেতু তেরি করার কাজ শুরু করায় খুশি ওই এলাকার সকলেই। মনসুকায় ঝুমি নদীর উপর সেতুটি তৈরি হলে হুগলি লাগুয়া পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের কিশোরচক, রসিকপুর, দৌলত চক, বন হরিসিংহপুর ,তুলসীরামপুর সহ বেশ কয়েকটি গ্রামের চাষিরা বিশেষভাবে উপকৃত হবেন।
কারণ তারা খুব সহজেই ঘাটাল শহরে তাদের জিনিসপত্র বিক্রি করতে যেতে পারবে। সেতু নির্মাণের সূচনা হওয়ায় খুশি এলাকার সর্বস্তরের মানুষ। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ কুমার মাজি বলেন, “সেতুটি ১২৯ মিটার লম্বা এবং সাড়ে সাত মিটার চওড়া হবে।” তিনি বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা নয় শুক্রবার থেকেই কাজ একটানা চলবে।
২০২২ সালের এপ্রিল মাসের মধ্যে সেতু তৈরির কাজ শেষ হয়ে যাবে। ঘাটালের বিধায়ক শংকর দোলাই বলেন, “২০১৬ সালের বিধানসভা নির্বাচনে দাঁড়ানোর সময় কথা দিয়েছিলাম এলাকার মানুষের দাবি মত ঝুমি নদীর উপর সেতু নির্মাণের কাজ করার ব্যবস্থা করব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি সেতুটি তৈরির দাবি রেখেছিলাম সেই দাবি পূরণ হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে প্রয়োজনীয় অনুমতি মিলেছে, যার ফলে এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হল।”
আরও পড়ুনঃ তৃণমূলকে সার্কাস পার্টি বলে কটাক্ষ দিলীপ ঘোষের
ঝুমি নদীর উপর ঘাটালের মনসুকা এলাকায় সেতু তৈরির সূচনা করে রাজ্যের পঞ্চায়েত দফতরের মন্ত্রী সুব্রত মুখার্জি বলেন,”রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন ও শান্তি ছাড়া অন্য কিছুই জানেন না। তাই তিনি কথা দিয়ে কথা রাখেন।এলাকার বিধায়ক শংকর দোলাই কে তিনি বলেছিলেন সেতু তৈরির বিষয়টি দেখে নেবেন। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সেতুটি তৈরি করার কাজ শুরু হয়েছে।”
এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তিনি খুশি বলে জানান। সেই সঙ্গে তিনি বলেন রাজ্যের মা মাটি মানুষের সরকার মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি বাস্তবে রুপায়ন করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584