উচ্চমাধ্যমিকে প্রথমস্থান অধিকারী রুমানা সুলতানার বাড়িতে মন্ত্রী সুব্রত সাহা

0
283

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫০০-এর মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়েছেন মুর্শিদাবাদের কান্দির মেয়ে রুমানা সুলতানা। আজ রবিবার কান্দি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে হোটেল পাড়ায় রুমানার বাড়িতে এসে রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা রুমানা সুলতানাকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন।

Subrata Saha meets Rumana Sultana
মন্ত্রীর সাথে রুমানা। নিজস্ব চিত্র

এদিন রুমানা সুলতানাকে সম্বর্ধিত করতে এসে রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রুমানা সুলতানা শুধু মুর্শিদাবাদের গর্ব নয়, বর্তমানে রাজ্যের গর্ব সে। পশ্চিমবঙ্গ সরকার রুমানা সুলতানার পাশে সব সময় থাকবে। অন্যদিকে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী রুমানা সুলতানা রাজ্যের মন্ত্রীকে তার পাশে পেয়ে খুবই খুশি সে।

আরও পড়ুনঃ হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে তৃতীয় মুর্শিদাবাদের সারিফা

উল্লেখ্য, ইতিমধ্যেই মুর্শিদাবাদের জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী ঘোষণা করেছেন, সুলতানা যেহেতু মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন। তিনি একজন ছাত্রী, একজন কন্যাশ্রী! তাই তাঁকে কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হচ্ছে। আগামী দিনে কন্যাশ্রীর বিভিন্ন প্রচারমূলক কর্মসূচিতে তাকে দেখা যাবে সামনের সারিতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here