শ্যামল রায়, পূর্ব বর্ধমানঃ
সোমবার ছিল রাখি উৎসব পালনের দিন। রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ নিজের উদ্যোগে অনাথ শিশুদের জন্য তৈরি করেছেন শান্তি ও মানসিক বিকাশ কেন্দ্র।
দামোদর পাড়ায় অবস্থিত এই অনাথ আশ্রমে রাখি উৎসবে মেতে উঠলেন তিনি। সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক এবং মাথায় টুপি পরিধান করে ছোট ছোট শিশুদের সাথে মেতে উঠলেন তিনি এবং প্রত্যেকের হাতে রাখি পরিয়ে দিলেন।
আরও পড়ুনঃ বিএসএফ জওয়ানদের হাতে রাখি বাঁধলো এক স্বেচ্ছাসেবী সংস্থা
তিনি রাখি বন্ধনের তাৎপর্য ছোটদের সাথে আলোচনা করেন এবং বলেন শান্তি ও মানসিক বিকাশ কেন্দ্রে সকলকে অনেক বড় হয়ে উঠতে হবে। শান্তি ও ভালোবাসার মধ্যে দিয়ে ভালো কিছু গড়ে ওঠে। এই অনাথ আশ্রম সেইরকম উদ্দেশ্য সফল করার জন্য তৈরি করা হয়েছে, বলে তিনি জানান।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584