নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বর্তমান লকডাউন পরিস্থিতিতে এলাকার কর্মহারা মানুষ থেকে শুরু করে, দিন আনা দিন খাওয়া পরিবারগুলির কথা মাথায় রেখে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের নির্দেশ অনুসারে বিনা পয়সায় রেশন দেয়া হচ্ছে।

তবুও বিভিন্ন সময় বিভিন্ন জেলা থেকে রেশন দুর্নীতি নিয়ে নানান ছবি উঠে আসছিল, সেদিকটা উপেক্ষা করে বৃহস্পতিবার হঠাৎ করেই রেশন দোকানে হাজির রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র।

বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলাতে গিয়েছিলেন বেশ কিছু কর্মসূচির জন্য। এদিন হঠাৎ এগারোমাইল এলাকার একটি রেশন দোকানে হাজির হন পিংলা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের জনসাস্থ্য কারিগরী ও পরিবেশ দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র।
আরও পড়ুনঃ ব্রেকিং নিউজঃ জেইই-অ্যাডভান্স (JEE-Adv) পরীক্ষা ২৩শে আগস্ট
এদিন রেশন দোকানে রাজ্য সরকারের চাল ও কেন্দ্র সরকারের চাল পাল্লায় মাপ করতেই মন্ত্রীর চক্ষু চড়কগাছ। কেন্দ্র সরকারের বস্তায় প্রায় তিন কেজি চাল কম। যা নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন মন্ত্রী।
পাশাপাশি এই অন্যায়ের বিরুদ্ধে রাজ্যের মানুষকে সরব হতে বলেন তিনি। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র নাথ মাইতি, জেলা পরিষদ সদস্য সেখ সবেরাতি সহ অনান্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584