অনলাইন লেনদেনে কোনও চার্জ কাটা হবে না, নির্দেশ অর্থমন্ত্রকের

0
39

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

এবার থেকে অনলাইন লেনদেনে কোনও চার্জ কাটা হবে না। নির্দেশ দিল অর্থমন্ত্রক। সরকারি নির্দেশিকা লঙ্ঘন করে অনলাইন লেনদেনে বিভিন্ন ব্যাঙ্ক চার্জ আদায় করছে। এই অভিযোগ পেয়ে ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের কাছে থেকে টাকা কাটতে নিষেধ করল অর্থমন্ত্রক। রবিবার সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) একটি বিবৃতি জারি করেছে।

digital payment | newsfront.co
প্রতীকী চিত্র

সেখানে বলা হয়, বেশ কিছু ব্যাঙ্ক ইউপিআই লেনদেনে চার্জ আদায় করছে। তারা একটি নির্দিষ্ট সংখ্যক লেনদেনের বাইরে প্রতি লেনদেনে গ্রাহকদের কাছ থেকে টাকা কাটছে। এ কথা উল্লেখ করে সিবিডিটি জানায়, ২০১৯ সালের ৩০ ডিসেম্বর একটি সার্কুলার (৩২/২০১৯) জারি করা হয়েছিল।

আরও পড়ুনঃ পিটিআই-এর চেয়ারম্যান পদে বসছেন অভীক সরকার

সেখানে পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেম (পিএসএস) আইনের ১০এ ধারা ব্যাখা করে বলা হয়েছিল, অনলাইন লেনদেনে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে এমডিআর (মার্চেন্ট ডিসকাউন্ট রেট) সহ কোনও চার্জ কাটা হবে না।

আর তাই ২০২০ সালের ১ জানুয়ারি থেকে অনলাইন লেনদেনে কোনও ব্যাঙ্ক যদি টাকা কেটে থাকে তাহলে সেই টাকা দ্রুত ব্যাঙ্কগুলিকে ফেরত দেওয়ার নির্দেশ দেয় অর্থমন্ত্রক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here