পুলওয়ামা সন্ত্রাসের জের! অবশেষে আধাসামরিক বাহিনীর জন্য বিনামূল্যে বিমান পরিষেবা

0
74

ওয়েব ডেস্কঃ

পুলওয়ামা সন্ত্রাসবাদী  হামলার জেরে প্রবল সমালোচনার মুখে পড়ে সামরিক বাহিনীর নিরাপত্তা ও যাতায়াত পরিষেবার ব্যাপারে তৎপরতার হল কেন্দ্র। অবশেষে আধাসামরিক বাহিনীর জন্য বিনামূল্যে বিমান পরিষেবা চালুু হচ্ছে।

গত বৃহস্পতিবার পুলওয়ামা  জঙ্গি হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ান শহীদ হওয়ার পর কাশ্মীরের স্পর্শকাতর জায়গা গুলোতে জওয়ানদের নিরাপত্তা ও পরিবহন পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়ে কেন্দ্র সরকার । প্রশ্ন উঠতে থাকে দশ দিন পূর্বের গোয়েন্দা রিপোর্ট থাকা সত্ত্বেও ৭৮ টি গাড়ির বিশাল কনভয়ে কেন কোন সতর্কতা নেওয়া হয়নি ? প্রশ্ন ওঠে সামরিক বাহিনীর পরিবহন পরিষেবা নিয়েও। তাই এবার সেনাদের সর্তকতা ও পরিষেবার প্রশ্নে কাশ্মীর জুড়ে যাতায়াতের জন্য কেন্দ্রীয় আধা সেনাবাহিনীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিমান পরিষেবা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

আজ এক বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায় যে  দিল্লি – শ্রীনগর, শ্রীনগর – দিল্লি, জম্মু-শ্রীনগর এবং শ্রীনগর – জম্মু আকাশ পথে সিএপিএফ জাওয়ান সহ বাহিনীর কনস্টেবল থেকে শুরু করে সমস্ত পদস্থ আধিকারিকরা যাতায়াত করতে পারবেন বিনামূল্যে। সিএপিএফ এর পাশাপাশি এই বিমান পরিসেবার সুযোগ পাবেন সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপির মতো কেন্দ্রীয় আধাসেনা বাহিনীও ।

এক টুইট বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, “এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন প্রায়  ৭৮০,০০০ সিএপিএফ জওয়ান, যাঁদের মধ্যে রয়েছেন কনস্টেবল, হেড কনস্টেবল, এবং এএসআই পদমর্যাদার কর্মী ও আধিকারিক, এর আগে যাঁরা কোনওদিন এই সুবিধা পাননি । এই পরিষেবার মধ্যে থাকবে বাড়ি যাওয়া এবং কাজে যোগ দেওয়ার ক্ষেত্র । অর্থাৎ, জম্মু কাশ্মীর থেকে বাড়ি যাওয়া এবং ফেরার সময় এই সুবিধা পাওয়া যাবে”।

আরও পড়ুনঃবাড়লো প্রভিডেন্ট ফান্ডে সুদের হার

এর আগে উরি হামলার পরেও জওয়ানদের নিরাপত্তার ব্যাপারে বাড়তি কিছু ভাবা হয়নি । কিন্তু এবার দেশজুড়ে চলতে থাকা তুমুল বিক্ষোভের মধ্যে কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল বলেই বিশেষজ্ঞ মহলের ধারণা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here