সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
ক্লাস চলাকালীন ছাত্রীকে ডেকে যৌন হেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে।অভিযুক্ত শিক্ষক প্রভাস সাঁতরাকে গ্রেফতার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। বিষ্ণুপুর থানার গাববড়িয়ার শিশু সংসদ বিদ্যাপীঠ নার্সারি স্কুলের ঘটনা।আক্রান্ত নাবালিকার পিতার অভিযোগ স্কুলে যাওয়ার কথা বলতেই ক্লাস ওয়ানের ছাত্রী কাঁদতে শুরু করে।অন্য স্কুলে পড়তে যাওয়ার কথা বলে পরিবারকে।এরপর তাকে জিজ্ঞাসা করলে ওই শিক্ষকের কুকীর্তির কথা জানায়।গত শুক্রবার তাকে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্তা করে।কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় আক্রান্ত নাবালিকাকে।সোমবার রাতে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার শিক্ষকের নামে।এর পরেই অভিযুক্ত প্রভাস সাঁতরাকে গ্রেফতার করে পুলিশ।শিক্ষকেরা বাড়ি মৌদির বাগপাড়া এলাকায়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে খড়গপুরের গণিত প্রতিভা অর্চিষ্মান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584