সন্তানের জন্মদাত্রী নবম শ্রেনীর পড়ুয়া, পলাতক প্রেমিক যুবক

0
200

মনিরুল হক, কোচবিহারঃ

নবম শ্রেনীর এক ছাত্রী কন্যা সন্তানের জন্ম দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সকালে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ওই ছাত্রী সন্তানের জন্ম দেন। তাঁর বাড়ি মাথাভাঙা ১ নম্বর ব্লকের হাজরাহাট গ্রাম পঞ্চায়েত এলাকার হুড়কাদাঙ্গা গ্রামে।
সে হাজরাহাট পাখিহাগা হাইস্কুলের ছাত্রী।

minor girl gave birth a baby | newsfront.co
সদ্যোজাতর সাথে জন্মদাত্রী।নিজস্ব চিত্র

তাঁর অভিযোগ, সংলগ্ন বড় দোলা এলাকার যুবক বিধান বর্মণের সাথে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে সে। তবে গর্ভবতী হতেই ওই যুবক দূরত্ব বাড়াতে থাকে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই যুবক এখন গা ঢাকা দিয়ে রয়েছেন। এদিকে এদিন মাথাভাঙা মহকুমা হাসপাতালের কুমারী মায়ের ওই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হতেই অনেকেই হাসপাতালে এসে ভিড় জমান। তাঁদের অনেকেই দাবী করেন, এভাবে একটা নাবালিকা মেয়েকে বিপদে ফেলে দিয়ে কেউ পালিয়ে বাঁচতে পারে না। যেভাবেই অভিযুক্ত যুবককে খুঁজে বের করে ওই ছাত্রী ও তাঁদের সন্তানের দায়িত্ব নিতে বাধ্য করা হোক।

ওই ছাত্রীর মা বলেন, “আমরা গ্রামের মানুষ। মেয়ে যে গর্ভবতী হয়েছে সেটাই বুঝতে পারি নি। পেটের ব্যাথার জন্য হাসপাতালে নিয়ে এসে ভর্তি করালাম। এখানে এসে ও সন্তানের জন্ম দিল। আমরা এখন কি করবো বুঝে উঠতে পারছি না।”

আরও পড়ুনঃ সাত বছরের প্রেমের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণা

হাসপাতাল সুপার দেবদ্বীপ ঘোষ ওই ঘটনার খবর জানিয়ে বলেন, “ মা ও মেয়ে দুজনেই এখন সুস্থ রয়েছে। হাপাতালের আইনি সহায়তা কেন্দ্র রয়েছে। সেখান থেকে বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।” তবে এনিয়ে মাথাভাঙা থানায় এখনও পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয় নি বলে থানার আইসি প্রদীপ সরকার জানিয়েছেন। মাথাভাঙার মহকুমা শাসক শুভ্রজ্যোতি ঘোষ জানিয়েছেন, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here