কপালে পিস্তল ঠেকিয়ে নাবালিকার ওপর নারকীয় নির্যাতন মালদায়, অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে

0
71

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ফের ভয়াবহ নিগ্রহের শিকার এক নাবালিকা। মাথায় পিস্তল ঠেকিয়ে, হাত-পা বেঁধে ধর্ষণ করা হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীকে এমনটাই অভিযোগ। মাটিয়ার পর এবার মালদা-র ইংলিশবাজারে ঘটেছে এই ঘটনা। অভিযোগের তির স্থানীয় এক তৃণমূল কর্মীর দিকে।

Rape
প্রতীকী ছবি

জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরী এ বছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। বাবা পেশায় দিনমজুর। ঘটনার সময় তিনি কাজে গিয়েছিলেন। স্ত্রীও বাড়িতে ছিলেন না। ঘরে কিশোরী একাই ঘুমোচ্ছিলেন। সেই সুযোগকেই কাজে লাগায় অভিযুক্ত ঐ তৃণমূল কর্মী। ফাঁকা ঘরে ঢুকে নির্যাতিতার কপালে বন্দুক ঠেকিয়ে ভয় দেখায় ও নারকীয় অত্যাচার চালায় তার উপর। মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে দেখেন মেয়েটি রক্তাক্ত অবস্থায় বিছানায় শুয়ে কাতরাচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে চাদর। এরপরেই নির্যাতিতার বাবা-মা আসেন। তাঁকে হাসপাতালে ভর্তি করেন তাঁরা।

আরও পড়ুনঃ বগটুই কান্ডে বিধানসভায় তৃণমূল-বিজেপি হাতাহাতি, ধস্তাধস্তি

স্থানীয়দের অভিযোগ, ওই তৃণমূল কর্মীর দুই দাদা সিভিক ভলান্টিয়ার। ঘটনার পরে তাঁরাই অভিযুক্তকে পালাতে সাহায্য করেন। এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে পড়ল রাজ্যে মহিলাদের নিরাপত্তার বিষয়টি। এখনও পর্যন্ত অভিযুক্তের তরফে ও স্থানীয় তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ দায়ের হয়েছে ইংলিশবাজার থানায়, তবে এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here