নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আবারও বড়সড় সাফল্য পেল জলঙ্গি পুলিশ । জলঙ্গি থানার উদ্যোগে নাবালিকার বিয়ে বন্ধ হল রবিবার সন্ধ্যায়, বাল্য বিবাহ যেনো এখন সাধারণ ব্যাপার হয়ে গেছে গ্রাম্য এলাকায়।
যেখানে রাজ্য সরকার বাল্য বিবাহের বিরুদ্ধে একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন। এমনকি রাজ্য সরকারের পাশাপাশি বেসরকারি অনেক সংস্থাও বাল্য বিবাহের বিরুদ্ধে লড়াই করেছেন। রাজ্যের পুলিশ প্রশাসন সর্বদা সজাগ থাকেন বাল্য বিবাহ প্রতিরোধে।
আরও পড়ুনঃ শিক্ষকের শিল্পকর্মে শরণার্থী দিবস
রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর আসে জলঙ্গি থানার এস আই অনিমেষ দাসের কাছে। খবর পেয়ে এস আই অনিমেষ দাস সাথে সাথে একটি পুলিশের টিম সহ বেসরকারি সংস্থার সদস্যদের সঙ্গে নিয়ে সেই ১৭ বছরের নাবালিকার বাড়িতে হাজির হয়ে, ছেলে ও মেয়ের বাবাকে আটক করে। যদিও আজ প্রথম না, এর আগেও বাল্য বিবাহ প্রতিরোধে সফল হয়েছে জলঙ্গি পুলিশ প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584