Tokyo Olympics: রুপো জয়ী মীরাবাঈ চানুকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ করল মণিপুর সরকার

0
71

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

দু’দিন আগেই টোকিও অলিম্পিক্সে ভারতে প্রথম পদক এনে দিয়েছিলেন মীরাবাঈ চানু। ভারত্তোলনে রুপো জেতেন তিনি। ভারোত্তলনে ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনিই।

Mirabai Chanu
সৌজন্যেঃ এনডিটিভি

এশিয়ান চ্যাম্পিয়নশিপে ১১৯ কিলোগ্রাম তোলার রেকর্ড গড়ে অলিম্পিক্সে পদক জয়ের আশা বাড়িয়েছিলেন মীরাবাঈ। সেই স্বপ্নই সফল হল ২৪ জুলাই। মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতলেন মীরাবাঈ। স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮৪ ও দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ৮৭ কেজি ভারোত্তলন করেন।

আরও পড়ুনঃ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা ইয়েদুরাপ্পার

চলতি অলিম্পিক্সে ভারত্তোলনে রুপো জেতার পর আজ সোমবারই দেশে ফিরলেন মীরাবাঈ চানু। ভারতের মাটিতে পা রাখার পর থেকেই অভিনন্দন ও শুভেচ্ছাবার্তার স্রোতে ভেসে যাচ্ছেন তিনি। এদিকে, চানুকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ করার কথা ঘোষণা করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী। টোকিও অলিম্পিক্সে ভারত্তোলনে রুপোজয়ী মীরাবাঈ চানুকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ করল মণিপুর সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here