টোকিও অলিম্পিক্সে প্রথম পদক জয় ভারতের, ভারোত্তলনে রুপো জিতলেন মীরাবাই চানু

0
49

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক:

mirabai chanu
ছবি সৌজন্যেঃ হিন্দুস্তান টাইম

টোকিও অলিম্পিক্সে প্রথম পদক জিতল ভারত। ভারত্তোলনে রূপো জয়ী মীরাবাই চানু। ভারোত্তলনে ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনিই। টোকিও অলিম্পিক্সে পদকের খাতা খুলতে তাঁর দিকেই তাকিয়ে ছিল সারা দেশ। দেশবাসীর প্রত্যাশা পূরণ করে টোকিও অলিম্পিক্স থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন তিনি। ইতিহাস গড়লেন চানু। করোনা অতিমারির কারণে একটা সময় ধাক্কা খেয়েছিল চানুর প্রস্তুতি। কিন্তু অলিম্পিক্সে কখনও তা বুঝতেই দিলেন না তিনি। এশিয়ান চ্যাম্পিয়ানশিপে ১১৯ কিলোগ্রাম তোলার রেকর্ড গড়ে অলিম্পিক্সে পদক জয়ের আশা বাড়িয়েছিলেন তিনি। সেই স্বপ্নই সফল হল শনিবার। মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতলেন মীরাবাই। স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮৪ ও দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ৮৭ কেজি ভরোত্তলন করেন।

আরও পড়ুনঃ অলিম্পিকের বাছাইপর্বে নবম স্থানে শেষ করলেন ভারতীয় তিরন্দাজ দীপিকা কুমারী

পদক জয়ী ভারত্তোলক মীরাবাই চানুর এই কৃতিত্বে খুশি গোটা দেশ। টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, “অলিম্পিক্সে প্রথম পদক জিতল ভারত। এর চেয়ে বেশি আনন্দের আর কিছু হতে পারে না। ভারতের সম্মান বাড়িয়ে দিলেন চানু। ভারোত্তোলনে রুপো জেতার জন্য তাঁকে শুভেচ্ছা। ওঁর এই সাফল্য আগামীদিনে ভারতীয়দের অনুপ্রাণিত করবে।”

আরও পড়ুনঃ বিখ্যাত প্রযোজনা সংস্থার হাত ধরে বলিউডে আসতে চলেছে সৌরভের বায়োপিক

অলিম্পিক্সে রেকর্ড গড়ে ভারত্তোলন প্রতিযোগিতায় প্রথম হলেন চিনের ঝৌ হৌ। তিনি মোট ২১০ কিলোগ্রাম ওজন তোলেন। সেখানে মীরাবাই তুলেছেন ২০২ কিলোগ্রাম। তৃতীয় স্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার উইন্ডি কান্টিকা আইসাহ। তিনি মোট ১৯৪ গ্রাম ওজন তুলেছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here