মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
মঙ্গলবার রাতে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো প্রকল্পে আচমকাই হামলা চালাল দুষ্কৃতীরা। এই প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের বেঁধে রেখে মারধর করার পাশাপাশি লুটপাটও চালায় ওই সশস্ত্র দুষ্কৃতীরা। কর্মীসূত্রে এমনটাই জানা গিয়েছে।
এদিন রাতে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ চলছিল। সেইসময় আচমকাই কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পান কর্মীরা। তা দেখতে বাইরে আসেন তাঁরা। আর তখনই তাঁরা দেখেন, অস্ত্র হাতে প্রায় ১৬-১৭ জন দুষ্কৃতী মেট্রো প্রকল্পের আশেপাশে ঘোরাফেরা করছে। তাঁরা দেখেন যে কয়েকজন নৈশপ্রহরীকেও বেঁধে রেখেছে ওই দুষ্কৃতীরা। এমনকি নিরাপত্তারক্ষীদেরও মারধর করে করে তারা। এরপর এই প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদেরও বেঁধে রেখে লুটপাট চালায় ওই দুষ্কৃতীর দল। সেখান থেকে মূল্যবান সামগ্রী লুটপাট করে পালায় দুষ্কৃতীরা।
মঙ্গলবার রাতে দুষ্কৃতী হামলায় জখম হন বেশ কয়েকজন কর্মী। তাঁদের দাবি, এই ঘটনা গত দু’বছর ধরে ঘটছে। ফলে এই ঘটনার পর কাজে যোগ দেওয়ার সাহস পাচ্ছেন না তাঁরা। দুষ্কৃতী হামলায় প্রাণহানির আশঙ্কাও করছেন কেউ কেউ। এই ঘটনার কথা ইতিমধ্যেই মেট্রো রেল কর্তৃপক্ষকে জানিয়েছে নির্মাণকারী সংস্থা। তবে এখনও পর্যন্ত মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ ডোমজুড়ে চিপস কারখানায় বিধ্বংসী আগুন
এদিকে, মঙ্গলবার রাতে দুষ্কৃতী হামলার পর নির্মাণকারী সংস্থার তরফে দমদম থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। এরপরই ঘটার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584