সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
অন্যান্য জেলার মতো দক্ষিণ ২৪ পরগনায় জেলা পুলিশ অফিস ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। সেই কর্মসূচি শুরু হয় সাড়ে তিনটে থেকে চারটের সময়।
বিজেপির অভিযোগ তাদের কর্মী সমর্থকরা গাড়ি করে যখন ওই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করছিল ঠিক সেই সময় জেলা পুলিশের অফিসের কিছু দূরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর চড়া হয় এবং কর্মী সমর্থকদের মারধর করে বলে অভিযোগ।পাশাপাশি সমস্ত অভিযোগ অস্বীকার করেন স্থানীয় বিধানসভার বিধায়ক দিলীপ মন্ডল।
আরও পড়ুনঃ তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে দুষ্কৃতী হামলা
তিনি বলেন ভারত সেবা সংঘের সামনে স্থানীয় মানুষদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে বিজেপির কর্মী-সমর্থকেরা সেই সমস্ত স্থানীয় মানুষজন তারা বিজেপির গাড়ির উপর চড়াও হয়। এতে তৃণমূলের কোন হাত নেই পাশাপাশি স্থানীয় মানুষজনেরা বলেন বিজেপি কর্মীরা রাস্তা জ্যাম করে দাঁড়িয়েছিলেন একটি গাড়ি হওয়ায় তাঁর উপর চড়াও হয়ে গাড়িটি ভাঙচুর চালায়।তদন্তরে নেমেছর বিষ্ণুপুর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584