নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গতকাল গভীর রাতে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা পেট্রোল পাম্পে গুলি চালিয়ে প্রায় সত্তর হাজার টাকা লুট করে নিয়ে পালাল দুষ্কৃতীরা ৷ এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর এলাকায়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়্গপুর লোকাল থানার পুলিশ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী পেট্রোল পাম্পের ভেতরে ঢুকে হঠাত্ই গুলি চালাতে শুরু করে। পেট্রোল পাম্পের অফিস লক্ষ্য করে চালানো হয় গুলি। গুলি লেগে ফুটো হয়ে যায় পেট্রোল পাম্পের অফিস ঘরের কাঁচ।
আরও পড়ুনঃ ফালাকাটায় বাইক চালকের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় কার্তুজের খোল। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা দুই ট্রাক মালিককে বেধড়ক মারধর করে প্রায় সত্তর হাজার টাকা লুট করে নেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ করে ট্রাক মালিক৷
পেট্রোল পাম্পে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584