মনিরুল হক, কোচবিহারঃ
বিজেপি কৃষাণ মোর্চার রাজ্য সহ সভাপতি বিমল সরকারের বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর তিনটে নাগাদ চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতের দেওচড়াই মোড় সংলগ্ন এলাকায়। এদিন তার বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ।
ওই ঘটনায় তার পরিবারের লোকজন সহ এলাকার স্থানীয় মানুষজন আতঙ্কিত রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বোমার বিভিন্ন রকম সরঞ্জাম গুলি তুলে নিয়ে যায় বলে জানা গেছে। যদিও কে বা কারা বোমা বাজি করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
ঘটনার তদন্তে নেমেছে তুফানগঞ্জ থানার পুলিশ। বিমল সরকারের অভিযোগ, “শনিবার ভোর রাতে আমার বাড়ির বারান্দায় বোমা বাজি করে দুষ্কৃতীরা। তারা একটি মারুতি গাড়ি নিয়ে এসে বোমাবাজি করে। বাড়ি ঘরে ধোঁয়ায় ধোঁয়া হয়ে যায়। পরে আমি পুলিশকে ফোন করে বিষয়টা জানাই। পুলিশ এসে বোমার বিভিন্ন সরঞ্জাম গুলি তুলে নিয়ে যায়।”
তিনি আরও অভিযোগ করে বলেন,”সারা রাজ্যে যেভাবে একটা সন্ত্রাসের বাতাবরণ রয়েছে সেই থেকেও হতে পাড়ে। আমার দলে যারা আমার বিরোধিতা করে সেই সমস্ত লোকজন করতে পাড়ে। কারণ, দীর্ঘদিন বহিষ্কৃত থাকার পর আমি আবার দলের দায়িত্ব পেয়েছি। সেটা তাদের সহ্য হচ্ছে না।
আরও পড়ুনঃ মনোরঞ্জনের উপর হামলার প্রতিবাদে মিছিল তৃণমূলের
কারণ আমার দলের অনেক নেতা কর্মীরা আছে, তাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে বক্তব্য শুনে মনে হয়েছে তারা আমাকে মেনে নিতে পাড়েনি। তারাও এই ঘটনা ঘটাতে পারে। তাই আমি পুলিশ আধিকারিককে জানিয়েছে বিষয়টি সঠিক তদন্ত করে অভিযুক্তদের বের করে শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584