ইসিএলের খনিতে দুষ্কৃতী হানা, নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে চলে গুলি-বোমা

0
54

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

ইসিএলের খনিতে দুষ্কৃতীদের হামলা। রবিবার রাত ১টা নাগাদ ইসিএল মুগমা এরিয়ার কুমারডুবির ভাগ্যলক্ষী ইনক্লাইনে আচমকাই প্রবেশ করে অন্তত ২০ জন দুষ্কৃতি। লক্ষ্য একটাই। ইসিএলের খনিতে কেবলের তামার তার কাটা। এই কারণেই এদিন ইসিএলের খনিতে হামলা চালায় দুষ্কৃতিরা। নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দিতে গেলে গুলি চালায় তারা। এমনকি দুষ্কৃতীরা বোমাবাজিও করে বলে সূত্রের খবর।

ECL coal mine
ছবি সৌজন্যে : সংবাদ প্রতিদিন

এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, তা থেকে জানা যায়, রবিবার রাত থেকে সোমবার সন্ধে পর্যন্ত খনির ভিতরেই রয়েছে দুষ্কৃতীরা। তাদের গ্রেপ্তার করার জন্য ইতিমধ্যেই খনিটিকে ঘিরে ফেলেছে পুলিশ ও সিআইএসএফ বাহিনী।

এখনও পর্যন্ত আত্মসমর্পণ করেনি দুষ্কৃতীরা। তাই ইসিএলের খনির ভিতর থেকে দুষ্কৃতীদের বের করে আনতে কোলিয়ারির ম্যানেজার ও পুলিশ কর্মকর্তার সমন্বয়ে কোলিয়ারির ভিতরে পৌঁছনোর কৌশল তৈরি করা হচ্ছে।

আরও পড়ুনঃ বাজি পোড়ানো নিয়ে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা খারিজ সুপ্রিম কোর্টে

রবিবার ইসিএলের খনির ভিতর প্রবেশের সময় নিরাপত্তারক্ষীরা বাধা দিলে দুষ্কৃতীরা গুলি চালায়। বোমাবাজিও করে দুষ্কৃতীরা। সেইসময় তাদের ছোঁড়া গুলি এবং বোমার ঘায়ে ইতিমধ্যে গুরুতরভাবে চোট পান নিরাপত্তারক্ষী অবোধ বিহারী। তাঁর দু’টি আঙুলে চোট লাগে। এখন ইসিএলের খনি থেকে দুষ্কৃতীদের আটক করার চেষ্টায় মরিয়া পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here