মদ্যপানের প্রতিবাদ করায় গভীর রাতে টালিগঞ্জে গাড়ির কাঁচ ভাঙল দুষ্কৃতীরা

0
38

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বেশ কয়েক বছর ধরে আবাসনের সামনে মদ্যপান করে যাচ্ছিল একদল যুবক। এতদিন সহ্য করে গেলেও মঙ্গলবার ক্ষিপ্ত হয়ে টালিগঞ্জের গ্রাহামস লেন ওয়েলফেয়ার সোসাইটির বেশ কয়েকজন বাসিন্দা তা নিয়ে প্রতিবাদ করেন।

Broken car | newsfront.co
ভাঙা গাড়ির কাঁচ। নিজস্ব চিত্র

মঙ্গলবার এই নিয়ে যাদবপুর থানায় অভিযোগও দায়ের করা হয়। অভিযোগ, সেই প্রতিবাদের জেরেই রাতের অন্ধকারে আবাসিকদের গাড়ির কাচ ভাঙল দুষ্কৃতীরা। ঘটনা ধরা পড়়েছে আবাসনেরই সিসিটিভি ফুটেজে।
অভিজাত ওই আবাসনের বাসিন্দাদের দাবি, বেশ কয়েক বছর ধরে আবাসনের সামনে বসে মদ্যপান করে কিছু যুবক। আবাসনের বাসিন্দাদের উদ্দেশ্য করে কটূক্তিও করে।

cctv futage | newsfront.co
সিসিটিভি ফুটেজে ধরা পড়া ছবি। সংবাদ চিত্র

সন্ধ্যা নামলেই রাস্তার আলো নিভিয়ে বসে মদের আসর। আগে নিয়মিত না বসলেও লকডাউনে প্রায় রোজই মদ্যপান করত ওই যুবকরা। এই নিয়ে মঙ্গলবার রাতে প্রতিবাদ করেছিলেন বেশ কিছু বাসিন্দা।

আরও পড়ুনঃ ২১-এ নির্বাচনে তৃণমূল কি পুরোটাই অভিষেক-ময়! ক্ষোভ দলের অন্দরে

আর বুধবার সকালে উঠে আবাসন চত্ত্বরে নেমে রীতিমত চক্ষু চড়কগাছ হয়ে যায় বাসিন্দাদের। তারা দেখেন, আবাসনের সামনের রাস্তায় রাখা একাধিক গাড়ির কাচ ভাঙা। আবাসনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, মধ্যরাতে মুখে গামছা বাঁধা ২ যুবক গভীর রাতে আধলা ইট ছুড়ে গাড়ির কাচ ভাঙছে। এক যুবক দু’হাতে ইট নিয়ে এগিয়ে যাচ্ছে গাড়ির দিকে।

futage | newsfront.co
সংবাদ চিত্র

তারপরই গাড়ির জানলায় ইট ছুড়ে পালিয়ে যাচ্ছে। গামছা ঢাকা অবস্থায় যুবকটির এক সঙ্গীকেও দেখা যায় ফুটেজে। যাঁরা রাস্তায় মদ্যপান করত তাঁরাই এই কাজ করেছে বলে দাবি বাসিন্দাদের।

এরপর ফের যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে যুবকদের সনাক্ত করার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here