নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
কিছুদিন আগে দেশে একদিনে করোনায় মৃত্যুর পরিসংখ্যান দেখে চক্ষু চড়কগাছ হয়েছিল ভারতবাসীর। তারপর উঠে আসে বিহারে করোনায় মৃতের সংখ্যায় গরমিলের অভিযোগ। পরে হাইকোর্টের অডিটের নির্দেশের জেরে উঠে এসেছিল আসল তথ্য। এবার সেই একই অভিযোগ উঠল মধ্যপ্রদেশেও। সেখানে করোনায় মৃতের সংখ্যা প্রায় ৩ গুণ বেশি!
সম্প্রতি রুক্মিণী নামের এক সাংবাদিক করোনায় মৃতের সংখ্যা তুলনা করে একটি প্রতিবেদন প্রকাশ করে। করোনায় মৃতের তুলনামূলক তথ্য প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় মধ্যপ্রদেশে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ ও ২০১৯- এর এপ্রিল-মে মাসে মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে প্রায় ৫৯,০০০ জনের। এরপর সেই সংখ্যাটি পৌঁছে ২.৩ লক্ষে। যার মধ্যে শুধু মে মাসেই মৃত্যু হয়েছে ১.৭৪ লাখের। যদিও সরকারি তথ্যে এই পরিসংখ্যানের কোনো উল্লেখ নেই। মধ্যপ্রদেশ রাজ্য সরকার বুলেটিন অনুযায়ী এপ্রিল-মে মাসে মৃতের সংখ্যা প্রায় ৪,১০০।
আরও পড়ুনঃ হরিয়ানায় ১০ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল ৮ নাবালকের বিরুদ্ধে
প্রসঙ্গত, এর আগেও এই গরমিলের অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশে। অভিযোগ, ভোপালের একটি শ্মশানে দৈনিক ৩,৮১১টি করোনায় আক্রান্ত মৃতদেহ দাহ করা হয়। যেখানে ওইদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিনে উল্লেখ করা হয়েছে মধ্যপ্রদেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584