সিএএ-র সমর্থন গুনতে চালু মিসড কল, যৌনতার হাতছানি নম্বর ঘিরে

0
65

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

৩ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর নিজস্ব টুইটার হ্যান্ডেলে একটি নম্বর শেয়ার করে জানিয়েছিলেন, ওই নম্বরে মিসড কল দিলেই সিএএ-র পক্ষে সমর্থন নথিভুক্ত হবে। কিন্তু সম্প্রতি ওই নম্বর ঘিরেই শুরু হয়েছে যাবতীয় বিতর্ক।

জানা গিয়েছে, ওই একই নম্বর থেকে একাকিত্ব কাটাতে বন্ধুত্ব-যৌনতার আমন্ত্রণ, বিনা খরচায় ‘নেটফ্লিক্স’ অ্যাপের সাবস্ক্রিপশন-সহ চাকরির প্রস্তাবের মতো প্রলোভন দেওয়া হচ্ছে।

চিত্র সৌজন্যঃ ডেকান হেরল্ড

সিএএ বিরোধীরা জানাচ্ছেন, এটি বিজেপি-র আইটি শেল-এর কাজ। যে কোনও কারণে ওই নম্বরে মিসড কল দিলেই ওই মিসড কল সিএএ-র পক্ষে সমর্থন হিসাবে গ্রাহ্য করা হবে বলে মনে করছেন অনেকেই।

বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, বিরোধীরা এই ধরনের কাজ করে থাকতে পারেন। পাশাপাশি এও বলা হয়েছে, দলের অনেক সমর্থকই উৎসাহিত হয়ে নীতির বিরুদ্ধে কাজ করে থাকে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। সিএএ-র বিরুদ্ধে বিরোধীরা যেভাবে প্রচারে নেমেছেন, তা বিজেপিকে যথেষ্ট অস্বস্তিতেই ফেলেছে। সেজন্য এই বিষয়টি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর দায়িত্ব নেওয়া হবে দল থেকে—জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ বিজেপির আইটি সেলের সহ আহ্বায়ক জয় মল্লিক বলেন, ‘‘আমরা দলের তরফে ওই নম্বর প্রকাশ করেছি। কোনও ভুয়ো অ্যাকাউন্ট খুলে ওই নম্বরে প্রচার টানার চেষ্টা দলের তরফে করা হয়নি। দলের কোনও কর্মী বা সমর্থক সিএএ-র পক্ষে জনমত সংগ্রহের জন্য এমন করে থাকলে দল দায় নিয়ে পারবে না।’’ রাজ্য প্রশাসনের এক শীর্ষ কর্তা অবশ্য বলেন, ‘‘এটা আইনের চোখে প্রতারণা। প্রশাসনের তরফে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে।’’

আরও পড়ুনঃ একই মঞ্চে বিজেপি-তৃণমূল, বিতর্ক তুঙ্গে

অমিত শাহ শুক্রবার নম্বরটি শেয়ার করার পর শনিবারই টুইটারে দেখা যায়, ওই একই নম্বর থেকে আসছে নানা রকম প্রলোভমূলক প্রস্তাব। অমিত শাহ ছাড়াও ওই টুইটটি ‘বিজেপি কর্নাটক’, কর্নাটকের লোকসভা সাংসদ ‘শোভা করনর্ডলাজের’ অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here