নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
৩ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর নিজস্ব টুইটার হ্যান্ডেলে একটি নম্বর শেয়ার করে জানিয়েছিলেন, ওই নম্বরে মিসড কল দিলেই সিএএ-র পক্ষে সমর্থন নথিভুক্ত হবে। কিন্তু সম্প্রতি ওই নম্বর ঘিরেই শুরু হয়েছে যাবতীয় বিতর্ক।
मैं सभी देशवासियों से अपील करता हूँ कि प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी द्वारा पाकिस्तान, बांग्लादेश और अफगानिस्तान से आए अल्पसंख्यकों को न्याय व अधिकार देने वाले CAA पर अपना समर्थन देने के लिए 8866288662 पर missed call दें।#IndiaSupportsCAA pic.twitter.com/BYPuoU2oIN
— Amit Shah (@AmitShah) January 3, 2020
জানা গিয়েছে, ওই একই নম্বর থেকে একাকিত্ব কাটাতে বন্ধুত্ব-যৌনতার আমন্ত্রণ, বিনা খরচায় ‘নেটফ্লিক্স’ অ্যাপের সাবস্ক্রিপশন-সহ চাকরির প্রস্তাবের মতো প্রলোভন দেওয়া হচ্ছে।
সিএএ বিরোধীরা জানাচ্ছেন, এটি বিজেপি-র আইটি শেল-এর কাজ। যে কোনও কারণে ওই নম্বরে মিসড কল দিলেই ওই মিসড কল সিএএ-র পক্ষে সমর্থন হিসাবে গ্রাহ্য করা হবে বলে মনে করছেন অনেকেই।
Give a Missed call to +91 8866288662 to show your support for the #CAA2019.
Let’s stand as ONE & uphold the ethos, harmony & compassion of this land.
This will end decades long sufferings of our minorities brothers from Pak, Afghan & Bangladesh.#IndiaSupportsCCA pic.twitter.com/IUdtkzfeN9
— Shobha Karandlaje (@ShobhaBJP) January 3, 2020
বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, বিরোধীরা এই ধরনের কাজ করে থাকতে পারেন। পাশাপাশি এও বলা হয়েছে, দলের অনেক সমর্থকই উৎসাহিত হয়ে নীতির বিরুদ্ধে কাজ করে থাকে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। সিএএ-র বিরুদ্ধে বিরোধীরা যেভাবে প্রচারে নেমেছেন, তা বিজেপিকে যথেষ্ট অস্বস্তিতেই ফেলেছে। সেজন্য এই বিষয়টি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর দায়িত্ব নেওয়া হবে দল থেকে—জানানো হয়েছে।
ಪೌರತ್ವ ತಿದ್ದುಪಡಿ ಕಾಯ್ದೆ (CAA) 2019 ಕ್ಕೆ ನಿಮ್ಮ ಬೆಂಬಲ ಸೂಚಿಸಲು 8866288662 ನಂಬರ್ಗೆ Missed Call ನೀಡಿ.#IndiaSupportsCAA pic.twitter.com/489sKYrRU9
— BJP Karnataka (@BJP4Karnataka) January 3, 2020
পশ্চিমবঙ্গ বিজেপির আইটি সেলের সহ আহ্বায়ক জয় মল্লিক বলেন, ‘‘আমরা দলের তরফে ওই নম্বর প্রকাশ করেছি। কোনও ভুয়ো অ্যাকাউন্ট খুলে ওই নম্বরে প্রচার টানার চেষ্টা দলের তরফে করা হয়নি। দলের কোনও কর্মী বা সমর্থক সিএএ-র পক্ষে জনমত সংগ্রহের জন্য এমন করে থাকলে দল দায় নিয়ে পারবে না।’’ রাজ্য প্রশাসনের এক শীর্ষ কর্তা অবশ্য বলেন, ‘‘এটা আইনের চোখে প্রতারণা। প্রশাসনের তরফে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে।’’
Desperate times call for desperate measures…#CAA pic.twitter.com/zzMGDyMmPP
— SamSays (@samjawed65) January 4, 2020
আরও পড়ুনঃ একই মঞ্চে বিজেপি-তৃণমূল, বিতর্ক তুঙ্গে
অমিত শাহ শুক্রবার নম্বরটি শেয়ার করার পর শনিবারই টুইটারে দেখা যায়, ওই একই নম্বর থেকে আসছে নানা রকম প্রলোভমূলক প্রস্তাব। অমিত শাহ ছাড়াও ওই টুইটটি ‘বিজেপি কর্নাটক’, কর্নাটকের লোকসভা সাংসদ ‘শোভা করনর্ডলাজের’ অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584