নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
লকডাউনে গৃহবন্দি দশায় থাকতে থাকতে প্রতিনিয়ত জন্ম হচ্ছে নতুন বোধের। সামাজিক, অর্থনৈতিক নানান বৈষম্যা পেরিয়ে এসে এই মুহূর্তে সকলেই এক সরলরেখায়! সে ব্যাঙ্গালোর নিবাসী আইটি কর্মী মুসকান শর্মাই হোক কিংবা দিল্লীবাসী গৃহসহায়িকা লক্ষী অথবা একেবারে আটপৌরে গৃহবধূ আশা সেন।
ভিন্ন ভিন্ন সামাজিক বা অর্থনৈতিক স্তরে অবস্থান করা তিন নারীর বদ্ধ দশায় থাকাকালীন জীবন সম্বন্ধে উপলব্ধির এক স্পষ্ট রেখাচিত্র নিয়ে তৈরি হল জাস্ট স্টুডিও অরিজিনালসের পরবর্তী স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘Missing ll’।
ছবির মূল ভাবনা প্রযোজক-অভিনেত্রী সুচন্দ্রা ভানিয়ার মস্তিস্কপ্রসূত। সেই ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে ছবির চিত্রনাট্য লিখেছেন চন্দ্রোদয় পাল। বর্তমান অবস্থার প্রেক্ষিতে অত্যছন্ত প্রাসঙ্গিক এই স্বল্প দৈর্ঘের ছবিটি পরিচালনা করেছেন প্রতীক দাস।
চমক রয়েছে ছবির কাস্টিং এ। জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবির গেস্ট অ্যাপিয়ারেন্স-এর পর এবার আরও একবার হাজির হবেন দর্শকের দরবারে। ছবিতে গৃহবধূ আশা সেনের চরিত্রে থাকছেন তিনি।
আরও পড়ুনঃ লকডাউনে অভিনেত্রী পূর্বাশার বাড়িতে কে হানা দিল?
অন্যে দুই চরিত্রে বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় দুই মুখ! মুসকান এবং লক্ষীর চরিত্রে রয়েছেন অমৃতা চট্টোপাধ্যারয় এবং ঋ সেন।
বাংলা, হিন্দি এবং ইংরেজি- তিনটি ভাষাই প্রাধান্যর পেয়েছে ছবিটিতে। সমাজের তিনটি স্তরের প্রতিনিধিত্ব করা চরিত্ররা সংলাপ বলেছেন তিনটি ভাষায়।
অভিনেত্রী সুচন্দ্রা ভানিয়া এবং জাস্ট স্টুডিও’র প্রযোজনায় নির্মিত ছবিটির টিজার মুক্তি পেয়েছে। ১৪ জুন জাস্ট স্টুডিওর ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘Missing ll’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584