নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গত দুদিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সাতসকালে গ্রামের পুকুরে ভাসতে দেখা গেল এক ব্যক্তির মৃতদেহ ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার দামোদরপুর এলাকায় ৷
জানা গিয়েছে, ওই মৃত ব্যক্তির নাম হরিপদ পন্ডা। বয়স আনুমানিক ৪০ বছর,বাড়ি দাঁতন দুই ব্লকের সাউরির দামোদরপুরে। জানা যায় গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন সাউরির দামোদরপুরের বাসিন্দা হরিপদ পন্ডা। আর বৃহস্পতিবার সকালে এলাকারই একটি পুকুর থেকে তার মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা।
আরও পড়ুনঃ গঙ্গারামপুরে কৃষিজমি থেকে দেহ উদ্ধার
খবর দেওয়া হয় বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশকে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ তবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584