নিখোঁজ করোনা রোগীর দেহের হদিস মেডিক্যাল কলেজের মর্গে

0
54

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

পরিবারের সদস্য করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি করে তারপর তার আর কোনও খোঁজ পাননি এয়ারপোর্টের ঘোষ পরিবার। তারা কোয়ারেন্টাইনে থাকাকালীন জানতে পেরেছিলেন, করোনার জন্য মৃত্যু হয়েছে প্রশান্ত ঘোষের।

man | newsfront.co
প্রশান্ত ঘোষ ৷ ফাইল চিত্র

কিন্তু সেই দেহ কোথায় গেল বা কোথায় সেই দেহ দাহ করা হল, তার কোনও হদিশ তারা পাননি। অবশেষে মাস দুয়েক পর মঙ্গলবার কলকাতা মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে ওই ব্যক্তির দেহের সন্ধান পেল পরিবার।প্রসঙ্গত করোনায় মৃত ব্যক্তির পরিজনের সন্ধান না পেলে একটি নির্দিষ্ট সময় পর সেই দাবিদারহীন দেহ দাহ করে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে হাসপাতালে সমন্বয়ের অভাবে পরিবার জানতেই পারেননি যে, তাদের বাড়ির সদস্যের মৃতদেহ কোথায় রাখা রয়েছে।

আরও পড়ুনঃ কলকাতা শহরে পুলিশ কোয়ার্টারের ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কিশোরী

হাসপাতালের মর্গ থেকে ধাপা, থানা, সমস্ত সম্ভাব্য জায়গায় খোঁজ করেও এবং অভিযোগ জানিয়েও লাভ হয়নি। জানা গিয়েছে, জুলাই মাসের শুরুর দিকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় এয়ারপোর্ট ২ নম্বর গেটের বাসিন্দা প্রশান্ত ঘোষকে। তার রিপোর্ট করোনা পজিটিভ এলে নিয়মমাফিক প্রশান্তবাবুর পরিবারের সকল সদস্যদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। ১৭ জুলাই মৃত্যু হয় প্রশান্তবাবুর। এই পর্যন্ত পরিবারের সদস্যদের জানানো হয়েছিল।

অভিযোগ, কোয়ারেন্টাইন থেকে ফিরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারপর তারা আর মৃতদেহের কোন হদিশ দিতে পারেনি। একবার বলা হয় ধাপার শ্মশানে খোঁজ করতে। কিন্তু সেখানে এই নামে কোনও দেহ পোড়ানো হয়নি বলে জানানো হয়। এ বিষয়ে পরিবারের সদস্যরা নাজেহাল হয়ে বউবাজার থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ ওয়ার্ড মাস্টার, রেকর্ড রুমে সব জায়গায় এমনকি অবশেষে সুপারের কাছে গিয়েও জিজ্ঞাসাবাদ শুরু করে।

আরও পড়ুনঃ করোনা মৃতদেহ নিয়ে ব্যবসার অভিযোগ পেলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি পুরসভার

তারপরেই খোঁজাখুঁজি শুরু হতে ২ মাসের মাথায় হাসপাতালের মর্গ থেকে মেলে প্রশান্তবাবুর দেহ। করোনায় মৃত্যু হলেও যা রেখে দেওয়া হয়েছিল হাসপাতালের মর্গে। পরিবারকে দেহ হস্তান্তর করে দেওয়া হলেও কেন হাসপাতালে সমন্বয়ের অভাবে এভাবে একটা পরিবারকে হয়রানির শিকার হতে হল, তা নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যাচ্ছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here