পিয়ালী দাস,বীরভূমঃ
সিউড়ি সদর হাসপাতাল থেকে নিখোঁজ ৭৫ বছরের বৃদ্ধ । বীরভূমের নাদড়া গ্রামের বছর পঁচাত্তরের বাসিন্দা দুলাল মন্ডল। মানসিক অবসাদে ভুগছিলেন তিনি, এরপর নিজের বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে দুলাল মন্ডল। বাড়ির লোক বুঝতে পারাই সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করেন তাকে। দুদিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর আজ ভোর তিনটে পনেরো নাগাদ বাথরুমে যান দুলাল বাবু। তার ছেলে মন্টু মন্ডল বাথরুম অবধি পৌঁছে দেন তাকে। কিন্তু বাথরুম থেকে বের হতে দেরি হওয়ায় শুরু হয় খোঁজাখুঁজি, বাথরুমের ভেতর তাকে দেখতে পাইনি ছেলে। এরপরই খোঁজাখুঁজি শুরু করে ছেলে ও আত্মীয়রা ,জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষকে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী এড়িয়ে থানায় যেতে বলেন মন্টু বাবুকে। মন্টু বাবুর প্রশ্ন কিভাবে এত সিকুরিটি এড়িয়ে হাসপাতাল থেকে নিখোঁজ হলো আমার বাবা। সাধারণ কোন লোক হাসপাতালে দরকারি কাজে ও সিকিউরিটি পেরিয়ে ওপরে উঠতে পারেনা। তাহলে একজন অসুস্থ মানুষ রাত্রি তিনটে পনেরই কিভাবে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। এই মর্মে হাসপাতাল সুপারকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন দুলাল মন্ডল এর পরিবার ,সিউড়ি থানাতেও লিখিতভাবে অভিযোগ জানিয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584