নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
নিজের সিদ্ধান্তে অটুট, এটুকুও আক্ষেপ নেই অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের, টি-২০ বিশ্বকাপে ফোকাস করতে চান বলে ১৩তম আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন এই অজি পেসার।
কিন্তু করোনার জন্য ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যায়। তার জায়গায় সেপ্টেম্বর থেকে নভেম্বর চলবে আইপিএল। কিন্তু আইপিএল থেকে গত নিলামে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য দুঃখ নেই এই বাঁ হাতি পেসারের।
আরও পড়ুনঃ ওয়ান-ডে রাঙ্কিংয়ে শীর্ষে কোহলি
তিনি জানান, ‘আমার নিজের উপর বিশ্বাস আছে। তাই যে সিদ্ধান্তটা নিয়েছিলাম ওটা ঠিক বলে মনে করি। আরেকটা নতুন সময়ে শুরু হচ্ছে আইপিএল। তবে সেপ্টেম্বরে যখন আইপিএল শুরু হবে আমি তখন গ্রীষ্মের ছুটি কাটাতে প্রস্তুত হব। তাই কোনো দল ডাকলেও যেতে পারবো না। তাছাড়া এই পরিস্থিতিতে আইপিএল না খেলাটা স্বস্তি দিচ্ছে।’ পরের বছর তিনি আইপিএল খেলার ব্যাপারে চিন্তা করবেন বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584